• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy ধুমিয়ার  আঁধারী

naag.champa

Active Member
674
1,879
139

2Dhumia-Cover-18-Mar-2020.jpg

গল্পের এক ঝলক

একদিন আমি তার কাছ থেকে একটি খুব পুরানো তবে মূল্যবান মোটা দেখে একটা বই কিনেছিলাম ... সেই বইয়ের প্রথমেই রক্তের মতো লাল মোটা অক্ষরে লেখা ছিল - মনে রাখবেন যে এই বইটিরর তথ্য ব্যবহার করলে, ইহ লোক- উহ লোক এবং আরও অনেক ব্রাহ্মণ্ডের অনেকগুলি দরজা উন্মুক্ত হবে অজান্তেই হোক বা হোক না কেন আপনার জন্য খুলে যাবে এবং এই দরজাগুলি দিয়ে বিভিন্ন জগতের মধ্যে বহু শক্তি, অস্তিত্ব এবং শক্তির যাতায়াত এবং সঞ্চালন হতে থাকবে… লোক অর্থ ভূত লোক, প্রেত লোক, পাতাল লোক, নরক লোক… ইত্যাদি… ইত্যাদি।

এই লাইনগুলি পড়ার সাথে সাথে আমার লোম খাড়া হয়ে উঠল...

তবে আমি জানতাম সেইসব রহস্যময় সমস্যার সমাধান গুলি আমি ধুমিয়া গ্রামে গিয়ে পাবো; কিন্তু যেটা আমি জানতাম না সেটা হলো গিয়ে কি ওখানে গিয়ে আমি কিছু অসাধারণ এবং অলৌকিক তথ্য ব্যাপারে জানতে পারবো আর লোকে আমাকে একটা নতুন নামেও চিনবে...
SynopsisOwl-GIF.gif
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ১


আমার নাম সন্ধ্যা নাগ, বাড়িতে আমাকে সবাই খুকু বলে ডাকে- হাজার হোক, বিয়ের অনেক দিন পরে অনেক মানত পূজা ইত্যাদির করার পরে আমার জন্ম হয়েছে। কিন্তু এ ছাড়া আমার আর একটা নামও আছে যেটা নাকি আমার চেনা প্রচিত অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউই জানে না- সেটা হল গিয়ে ‘আঁধারী’। আমার এই নাম কি করে হল তার পিছনে একটা রয়েছে একটি জীবন পরিবর্তন করে দেওয়া ঘটনা।

ছোটবেলার থেকেই আমার জ্যোতিষিবিদ্যার একটি শখ ছিল, তাই খুব অল্প বয়েস থেকেই আমি অনেক কয়টা বইও পড়েছি এই বিষয় আর গণনা ও ভবিষ্যৎবাণী করে বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছি। আমার এই শখ বড় হতে হতে আমাকে জাদু বিদ্যা, তন্ত্র- মন্ত্র দিকে আমাকে কৌতূহলী করে দেয়।

স্কুল ফাইনাল আর পরে Chartered Accountancy পরীক্ষার চাপে আমার এই জ্যোতিষিবিদ্যার শখ আর জাদু বিদ্যা, তন্ত্র- মন্ত্র দিকে আমার কৌতূহল যেন একটু বাধা পেয়েছিল কিন্তু গত তিন বৎসর আগে সান্‌রাইজ ফাইনানশিয়াল কন্সাল্টান্সী’ (Sunrise Financial Consultancy) তে, একটি জুনিয়ার অডিটারের চাকরী পাওয়ার পর থেকেই যখনি আমি সময় পেতাম- আমি নিজের শখ আর কৌতূহল কে প্রশ্রয় দিতাম।

***

পুরো ঘটনাটার সূত্রপাত কবে থেকে যে হয়েছে, সেটা আমি সঠিক ভাবে জানি না- তবে এটা আজ থেকে প্রায় দু বছর আগেকার কথা। আমি চাকরী পাবার পর থেকে একা সহরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, বাবা অসুস্থতার কারণে তাড়াতাড়ি রিটায়ার করেছেন, বাবা মা থাকেন গ্রামাঞ্চলের আমাদের আদি বাড়িতে। বাবার পেনশন আর আমার পাঠান টাকায় সংসার বেশ ভালই চলছে। হাজার হোক আমি মা বাবার একটি মাত্র সন্তান।

এই ঘটনাচক্রে একটি বড় ভূমিকায় ছিল এক মাঝ- বয়েসি মহিলা, ওকে দেখতে মোটা না হলেও বেশ গোল গাল চেহারা। সে বাসস্ট্যান্ডের কাছে ফুটপাতে একটা প্লাস্টিক পেতে বসে নানান রকমের জ্যোতিষ আর তন্ত্রমন্ত্রের পুরনো বই বিক্রি করতো, এছাড়া ও অভিমন্ত্রিত তাবিজ এবং মাদুলি বিক্রি করতো| ওর কাছ থেকে মাঝে মাঝে আমি জ্যোতিষী এবং তন্ত্র- মন্ত্রের চটি- চটি বই গুলি কিনতাম। সে এক গ্রাম থেকে আসত আর আমি যেই বাস স্ট্যান্ড থেকে অফিস যাবার জন্য বাস ধরতাম, সে সেখানেই একটা গাছের তলায় বসে একটা প্লাস্টিকের ওপরে তার দোকান লাগাত। তার কাছে অনেক চটি চটি বই ছাড়া থাকত বিভিন্ন রকমের তাবিজ এবং মাদুলি। মাঝে মাঝে আমি আমি দেখতাম যে কাছের বস্তির মহিলারা ওই মাঝ বয়েসি মহিলার কাছে হাত দেখাতে আর নিজের ভবিষ্যৎ জানতে আসে। আমি অনুমান করেছিলাম যে উনি কোন জ্যোতিষী অথবা তন্ত্র সাধিকা হবেন- এবং আমার এই আন্দাজ ছিল একেবারে ঠিক ছিল।

যেহেতু আমি প্রায়ই ওনার কাছ থেকে বই পত্র কিনে থাকতাম তাই আমার একটা পরিচয় মত হয়ে গেছিল ওনার সাথে আর উনি বলেছিলেন ওনার নাম হুলা - আমি ওনাকে হুলা মাসী বলে ডাকতাম আর এই পরিচয়ের সুত্রে আমি ওনাকে নিজের ফোন নাম্বারও দিয়েছিলাম। এমন কি ওনার গ্রামের বাড়িতে পূজো হলে উনি আমাকে তার প্রসাদও দিতেন- এমন সুস্বাসদু প্রসাদের পেঁড়া এই শহরে পাওয়া যায় না...

এক দিন বাসের অপেক্ষা করেতে করতে আমি দেখলাম যে আমার কাছে খুচরো পয়সা নেই, সব কটাই একশ আর একটা পাঁচশ টাকার নোট। কি করি? আমি ভাবলাম যে হুলা মাসীর কাছ থেকে তাকা ভাঙ্গিয়ে নেব... ওনার দোকানে গিয়ে দেখি যে উনি ঠিক সেই ভাবেই দোকান সাজিয়ে বসে আছেন। আমি ওনার কাছে গিয়ে বললাম, “কেমন আছ, হুলা মাসী?”

-“ভাল আছি, রি সন্ধ্যা... আজ অনেক দিন পরে এলি, তুই ভাল আছিস ত?”

“হ্যাঁ... খুব ব্যস্ত ছিলাম, তা কি নতুন বই এনেছ?”

-“এই বইটা বেশ ভাল”, বলে হুলা মাসী আমার হাতে একটা বাঁধান পুরনো মোটা দেখে বই তুলে দিলেন। বইটার নামছিল –“প্রাচীন গুপ্ত বিদ্যা”

বইটা দেখেই আমার মনে হয়েছিল যে সেটি কারুর ব্যবহৃত বই, কিন্তু আমি মলাটের পাতা উলটে একটু অবাক হয়ে গেলাম কারণ সে বইটি মুদ্রিত এবং প্রকাশিত হয়েছিল (ইং) ১৮৯২ সালে, মানে বইটি প্রায় একশ বছরেরও বেশি পুরনো কিন্তু বইটী নিজের প্রাচীনত্বের তুলনায় বেশ চমৎকার অবস্থায় ছিল।

সঠিক বাজেরে এই বইএর দর প্রায় হাজার হাজার টাকায় হতে পারে সেটা আমি জানতাম। কারণ আমাদের ফার্ম (Firm) হালেই একটি অকশান হাউসের (Auction House), যেখানে নাকি নানা প্রাচীন মূর্তি, আসবাবপত্র আদি ইত্যাদি নিলাম করা হয়ে; তাহাদের হিসাবনিকাশ করেছিল...

-“অত ভাবনা চিন্তা না করে এই বইটি কিনে নে... আমি বইটা পেয়েই তোর কথা ভাবছিলাম আর দেখ, তুইও আজই এসে গেলি...”, হুলা মাসীর স্বর যেন আমাকে নিজের চিন্তার জগত থেকে ফিরিয়ে নিয়ে এলো।

“কিন্তু...”

-“কিন্তু, আবার কি? আমি বইটা পড়ে দেখেছি... এতে কয়েকটা ‘বৃদ্ধি মন্ত্রও’ আছে, ২৭০’ এর পাতায় যে মন্ত্রটা আছে ওটার নিয়ম মেনে রোজ রাতে ঘুমাতে যাবার আগে উচ্চারণ করে শুবি, দেখবি একবারে দুর্দান্ত এবং অব্যর্থ কাজ হবে...”

“কিন্তু আমি কিসের বৃধির কামনা করব?”

-“কেন তোর বাড়িতে গাছ পালা নেই? যেমন গোলাপ গাছ... যদি সেটা শুকিয়ে গিয়ে থাকে তাহলে দেখবি যেন এই মন্ত্রের প্রভাবে ঐ গাছের বাড় বৃদ্ধি কেমন সুন্দর ভাবে হয়ে... তা ছাড়া এই মন্ত্রে মেয়েদের চুল ঘন আর লম্বা করার জন্যেও ব্যবহার করা যায়... ”

তা ঠিক, আমার গাছ পালার খুব শখ আমি যেখানে ভাড়া থাকি সেই ফ্লাটের বারান্দায় আমি বেশ কয়েকটা টবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম কিন্তু আমার প্রিয় গোলাপ গাছটা যেন কেমন মরা মরা হয়েই থাকত... সার জল নিয়মিত দেবার পরেও কোন লাভ হয়ে নি... তাছাড়া আমার ছোট বেলার থেকেই লম্বা চুলেরও খুব শখ... কিন্তু হাজার রকমের তেল, ঔষধ, কেশ চর্চা করার পরেও আমার চুলও যেন ঠিক মনোমত ভাবে বাড়ে না... কিন্তু হুলা মাসী আমার এই কথা গুলি জানল কি করে? হয়ত এটা একটা নিছিক কাকতালীয়।

কেন জানি না হুলা মাসী যেন আমার মনের কথা পড়ে ফেলে বললেন, “ভাবছিস কি- আগে নিজের গোলাপ গাছের উপরে পরীক্ষা করে দেখ তারপরে নয় নিজের চুল আরও লম্বা, ঘন আর রেশমি করে তুলবি- এখনো তোর চুল বেশ সুন্দর কিন্তু তোর কনুই অবধি লম্বা- দেখে নিস দু মাসের মধ্যে তোর চুল আরও ঘন আর রেশমি পাছার নীচ অবধি লম্বা হয়ে যাবে... তুই আমাকে এই বইটার জন্য ষাট টাকা দে...”

আমি যেন লক্ষ করলাম যে হুলা মাসীর বয়েস অনুযায়ী ওনার স্বাস্থ আর চুল বেশ সুন্দরই আছে, ওনার খোঁপা দেখে মনে হয় যে ওনারও কাঁচা পাকা চুল বেশ ঘন আর প্রায় ওনার পাছা অবধি লম্বা হবে... নিজের বয়সকালে উনি বেশ সুন্দরী ছিলেন- এটা কি মন্ত্রের প্রভাব নাকি বংশগত জানি না... আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি বইটার ২৭০ এর পাতা খুলে দেখলাম, আমার নজর পড়ল সেই বৃদ্ধি মন্ত্রের উপরে- মন্ত্রটা বাংলায় লেখা তবে ভাষাটা কেমন যেন অদ্ভুত-

বৃদ্ধি মন্ত্র
কারোপিকো আহাঊ,আহাঊ,আহাঊ

কো রেইয়া টোকু হিয়া হিয়া ঈঙ্গা

আনা আহাঊ কীটূ টুকু টুপু উঙ্গা

(নিজের ইচ্ছা জাহির করুন)

হিয়াহিয়াটিয়া আনা ভাকারিটি ই



আমি আর কিছু না ভেবে নিজের ব্যাগে বইটা পুরে হুলা মাসীকে একটা একশ টাকার নোট দিলাম। হুলা মাসী বলল, “এই যা! আমার কাছে ত এত খুচরা টাকা নেই...”

“ও মা! আমি ভাবছিলাম বাস ভাড়ার জন্য তোমার কাছ থেকে খুচরো করাব...”

“এই নে দশ টাকা, তুই বইটা এখন নিয়ে যা... তুই আমাকে পরে নেহাত বইয়ের দাম সহ দশ টাকা বেশি দিয়ে যাস...”

আমি রোজ এই পথে জাওয়া আসা করি- তাই অসুবিধে নেই। কথা বাত্রা বলতে বলতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই আমি তাড়াতাড়ি পঞ্চাশ টাকাটা নিয়ে আবার বাস স্ট্যান্ডে ফিরে গেলাম, আর ভাবছিলাম যে আজ আবার খুচরো টাকার জন্যে চ্যাংড়া কন্ডাক্টরের কাছে দু চারটে কথা শুনতে হবে... হ্যাঁ কি যেন মন্ত্রটা? ‘কো রেইয়া টোকু পুকু’ না কি?... অফিসের পরে বাড়ি গিয়ে ৭০ নম্বর পাতাটা ভাল করে পড়তে হবে। আমি ভাল করে জানতাম যে এবারে আজ আর অফিসে আমার মন লাগবে না। তবে তখন আমি ভাবতেই পারিনি যে আমার এই নিরীহ জ্যোতিষবিদ্যার শখ এবং তন্ত্র মন্ত্রের কৌতূহল আর এই বইয়ের মন্ত্র গুলি অবশেষে আমাকে ধুমিয়া গ্রামের আঁধারী করে তুলবে।

ক্রমশঃ
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ২
সেদিন অফিসে বিশেষ কাজ ছিল না, তাই বোধ হয় আমার মনে হচ্ছিল যে সময়টা যেন বড় আস্তে আস্তে কাটছে, আমি বার বার ঘড়ি দেখ ছিলাম, কিন্তু সময় আর যেন কাটছিল না। আমাদের কোম্পানির মালিক খুব কড়া ব্যক্তি ছিলেন- তিনি নিয়ম, অনুশাসন এবং সময়নিষ্ঠার প্রতি বিশেষ জোর দিতেন। কিন্তু সেদিন কেন জানি না উনি অফিসে শুধু কয়েকজন কে থকাতে বলে আমাদের প্রায় দুই ঘণ্টা আগেই ছুটি দিয়ে দিলেন, হাজার হোক সেদিন শুক্রবার ছিল। আমি যেন হাতে চাঁদ পেয়ে গেলাম।

সাধারণত আমি বাড়ি গিয়ে স্নান করে, রান্না বান্না সেরে একটু টিভি দেখতাম, কিন্তু সেদিন যেন আমার আর তর সই ছিল না। আমার অনুসন্ধিৎসার যেন কোন সীমা ছিল না, তাই সে দিন আমি ফোন করে বাড়িতে পিজ্জা অর্ডার করলাম আর একটা নাইটি পরে নিজের চুল গুলি জড় করে উঁচু করে খোঁপা বেঁধে, ব্যাগ থেকে বইটা বের করে পোড়তে লাগলাম।

হ্যাঁ, বইটি দুর্লভ বটে! আমি নিজের নব অর্জিত সম্পদ ১৮৯২ সালে প্রকাশিত- “প্রাচীন গুপ্ত বিদ্যা”- নিয়ে একটু পোড়তে বসলাম। বাঁধানো মলাট খোলার পরেই বইয়ের নাম আর প্রকাশনের সাল লেখা আছে, তবে আজব ব্যাপার, কোন লেখক/ লেখিকার নাম নেই। আমি তার পরের পাতা উলটলাম, সেই পাতার লেখা পড়ে আমি একটু চমকে উঠলাম। লাল কালি দিয়ে মোটা হরফে লেখা ছিল –

  • এই বইটি এটি খুবই প্রবলভাবে কার্যকর অতিপ্রাকৃত গুপ্তবিদ্যার ভাণ্ডার।
  • মনে রাখিবেন যে এই বই ব্যবহার করিলে, আপনার জানতে অথবা অজান্তে ইহলোক আর উহলকের মাঝে অনেক দ্বার খুলে যাবে। ইহ লোক- উহ লোক এবং আরও অনেক ব্রাহ্মণ্ডের অনেকগুলি দরজা উন্মুক্ত হবে অজান্তেই হোক বা হোক না কেন আপনার জন্য খুলে যাবে এবং এই দরজাগুলি দিয়ে বিভিন্ন জগতের মধ্যে বহু শক্তি, অস্তিত্ব এবং শক্তির যাতায়াত এবং সঞ্চালন হতে থাকবে… লোক অর্থ ভূত লোক, প্রেত লোক, পাতাল লোক, নরক লোক… ইত্যাদি… ইত্যাদি।
  • শেষ করিবার ইচ্ছা অথবা ক্ষমতা না থকিলে, কখনই শুরু করবেন না।

আমি এটা পড়েই শিউরে উঠলাম! কিন্তু যেমন করে আমি ছোট বেলায় ভয়- ভয় ভূতের সিনেমা দেখতাম- ঠিক সেই ভাবে আমি বইয়ের এক একটা পাতা পোড়তে লাগলাম। বইটার প্রবর্তন পোড়তে পোড়তে বুঝতে পারলাম যে বইটির লেখক অনেক দেশের সংস্কৃতি, আস্থা, জাদু বিদ্যা, তন্ত্র মন্ত্র ইন্দ্রজাল অনুসন্ধান করে এই বইটি সঙ্কলন করেছেন এবং উনি লিখেছেন যে এই বইতে লেখা সব কর্ম, ক্রিয়া এবং তুক তাক যেন লেখা নিয়ম অনুযায়ী করা হয়, তা না হলে হয়ত সঠিক ফল পাওয়া যাবে না অথবা বিপদও ঘটতে পারে...

টিং টং!

কলিঙ্গ বেলের শব্দ শুনে আমি আবার চমকে উঠলাম কারণ এতক্ষণ আমি বইটাতে প্রায় ডুবে ছিলাম, - কিন্তু পিজ্জার ডেলিভারি এসে গিয়ে ছিল, প্রায় চল্লিশ মিনিটর কেটে গেছে, আমি বুঝতে পারিনি। পিজ্জা টেবিলে রেখে ডেলিভারি বয়টাকে বিদায় করার পর, আমি নিজের চুল খুলে আবার সোফায় একটু আধ শুয়া অবস্থায় আবার বইটা নিয়ে বসলাম- প্রায় অনেকক্ষণ একভাবে বসে থেকে কেমন যেন একটু আড়ষ্ট লাগছিল।

দেখেতে দেখতে আমি বইটার দুটি অধ্যায় পড়ে ফেললাম। তার পরের অধ্যায়র নাম ছিল- প্রস্তুতি।

প্রথমেই লেখা ছিল যে উহলোকের (অন্য ব্রহ্মাণ্ড)এই সময় সক্রিয়- যে বিদ্যমান অশরীরী, তাহাকে সব অসারত্ব, পূর্বধারণা, অহং ত্যাগ করে একেবারে হীন, নির্বস্ত্র এবং নম্র হয়ে আহ্বান করতে হবে এবং তিনি হবেন আহ্বানকারীর ‘প্রতিপালক’।এই অশরীরী অস্তিত্ব ঠিক সময় মত নিজেকে আহ্বানকারীর সামনে ব্যক্ত করবেন।

এমন অশরীরী অস্তিত্ব কে আহ্বান করার মন্ত্র বইটাতে যথা যত লেখা ছিল :-

আহ্বান মন্ত্র
“টি আউরো- ঈতা ওয়াইরু”​

বইয়ের লেখা অনুযায়ী এই মন্ত্রটিকে ৩৩ বার উচ্চারণ করলে ‘প্রতিপালক’ অশরীরীকে আহ্বান জানান হবে। আহ্বান সফল হলে আহ্বানকারী নিশ্চয়ই একটি সাড়া পাবেন।

আমি আবার বলছি, বইতে বাংলা হরফে লেখা ঠিকই কিন্তু এ কোন ভাষা আমি জানি না, তাই আমি মনে মনে কয়েকবার মন্ত্রটা আওড়ে নিলাম- যাতে জিনিষটা সড়গড় হয়ে যায়। তারপরে নিজের বেড রুমে মধ্যে নিজের নাইটি, ব্রা আর প্যান্টি ছেড়ে ফেলে একেবারে উলঙ্গ হয়ে গেলাম আর ঠিক করে পা গুটিয়ে সোজা হয়ে বসে- আমি নিজের মনকে একাগ্র করে, চোখ বুজিয়ে- মন্ত্রটা ফিস ফিস করে উচ্চারণ করতে লাগলাম - “টি আউরো- ঈতা ওয়াইরু”, আর হাতের আঙ্গুলে কতবার মন্ত্র উচ্চারণ করেছি তার গণনা রাখতে লাগলাম...

ঠিক ৩৩ বার মন্ত্রটি উচ্চারণ করা শেষ হবার পরেই আমি পট্‌ করে নিজের চোখ খুলে আসে পাসে দেখতে লাগলাম, আমি জানতাম না যে আমার কি আশা করা উচিত, একটা যেন বিরাট অনিশ্চয়তা... তবে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলনা, বাইরে থেকে “দুম!” করে একটা আওয়াজ এলো- ইলেকট্রিক ট্রান্সফরমারের আজ অনেক দিন পরে আবার গণ্ডগোল- সারা পাড়ার আলো নিভে গেল, হটাত করে একটা হাল্কা ঝড় মত যেন শুরু হয়ে গেল, বাইরে থেকে আসা জোর একটা ঠাণ্ডা হাওয়াতে ঘরের খোলা জাংলার পর্দা গুলি উড়তে লাগল আর এই গ্রীষ্ম কালেও আমার সারা গা শির- শির করতে লাগল। তার পরেই একটা ‘ফড়- ফড়- ফড়- ফড়’ আওয়াজ; দেখলাম যে কোথা থেকে একটা প্যাঁচা উড়ে এসে বাইরে ঘরের জাংলার কাছে এসে বসেছে। রাস্তা দিয়ে একটা গাড়ি তীর বেগে চলে গেল আর তার স্টিরিওতে একটা চেনা চেনা গান বাজছিল –“এ যে সেই আঁধার...”

এটা কি আমি নিজের আহ্বানের কোন ‘সাড়া’ পেলাম? ঠিক সেই সময় আমার টেবিলে রাখা আমার মোবাইল ফোনটা বেজে উঠল।

ক্রমশঃ
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ৩
ফোনের স্ক্রিনে দেখলাম- দেখলাম হুলা মাসী ফোন করেছে।

“হ্যালো?”, আমি ওনার ফোন পেয়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম।

“হ্যাঁ, সন্ধ্যা?... আমি বলছি... তুই কি বইটা পোড়তে শুরু করেছিস?”

“হ্যাঁ...”, হুলা মাসী জানল কি করে?

“ভাল- ভাল... না মানে আমি এমনি ফোন করেছিলাম, আজকে দিনটা বেশ ভাল ছিল, তাই আজ থেকে বইটা পড়া শুরু করলে তুই ভাল ফল পাবি তাই ভাবলাম যে তোকে একবার জানিয়ে দি... তা ছাড়া আজ রাত বারোটা থেকে একটা ভাল যোগ আছে... তুই বৃদ্ধি মন্ত্রটা ব্যাবহার করে দেখতে পারিস...”

“আচ্ছা...”

“তুই এই সব নিয়ে পড়া শোনা করিস আর তোর একটু শখ আছে তাই ভাবলাম তোকে জানিয়ে দি, রাস্তা ঘাটে ত আর সব কথা বলা যায় না... আচ্ছা রাখছি...”

হুলা মাসীর ফোনটা রেখে দেবার পরেই যেন সব ঠিক হয়ে গেল। কিন্তু চাঁদের আলোয়ে আমি দেখলাম যে প্যাঁচাটা তখনো জাংলায়ই বসে আছে ওর গায়ে সাদা সাদা আর বাদামি রঙের পালক আছে মনে হল, বেচারা বোধ হয় ঝড়ে ভয় পেয়ে গেছে ও জাংলায় বসে থাকে থাকুক, নিজেই আবার উড়ে যাবে।

বইটা যেন আমাকে বেঁধে রেখে ছিল- টানছিল আমাকে- তাই আমি একটা মোমবাতি জ্বালিয়ে আবার বইটা পোড়তে শুরু করলাম। বাকি পাতা গুলি পোড়তে আমার বেশি সময় লাগল না- আহ্বান করা শেষ প্রস্তুতির অধ্যায়ও পড়া শেষ, এবারে পরের অধ্যায় – “মন্ত্র এবং রীতি”

হুলা মাসী বলেছিলেন যে বইটার ৭০ নম্বর পাতায় লেখা রয়েছে ‘বৃদ্ধি মন্ত্র’ আর এই তুক সফল করার জন্য বিস্তারপূর্ণ ভাবে লেখা রয়েছ তার সাথে যুক্ত পদ্ধতি (যেটা নাকি সাত দিন টানা করে যেতে হবে) আর এই কাজে যা যা জিনিস লাগবে তার তালিকা। আমি পুরো লেখাটার উপরে একবার চোখ বুলিয়ে নিলাম আর মোমবাতির আলোতেই একটা কাগজে সব জিনিস পত্র লাগবে সেই গুলি ও লিখে নিলাম, পরক্ষণেই দেওয়ালে টাঙ্গান ঘড়িটার থেকে ‘টং- টং’ করে ঘণ্টা বাজল- এখন রাত আট’ টা বাজে এখনো সব দোকান পাট খোলা আছে, কেন জানি না প্যাঁচাটা তখনই আমার দিকে ‘চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ’ করে উঠল।

যেন আমাকে বলছে, “হ্যাঁ- হ্যাঁ, এখনি যাও- এখনি যাও”...

আমি তাড়াতাড়ি আবার নিজের ব্রা- প্যান্টি আর একটা টি- শার্ট আর জিন্সের প্যান্ট পরে, হাতে একটা থোলে নিয়ে বেরিয়ে পড়লাম। ঘরে তালা দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হল যে বাড়ির বড়রা বলে ছিলেন যেন রাতের বেলা মেয়েদের এলো চুলে বেরুতে নেই। চুলে একটা খোঁপা অথবা পোনি টেল বেঁধে নিলে হত। কিন্তু আজকাল এই সব কে আর মানে?

***

বাড়ির কাছেই একটা সুপার মার্কেট ছিল, যার ডিপার্টমেন্টাল স্টোরে আমি বলতে গেলে সবই পেয়ে গেলাম, বিল দেবার সময় দেখলাম যে কাঁচের দরজা লাগান বড় বড় ফ্রিজে বিয়ার ক্যান গুলি সুন্দর ভাবে সাজান রয়েছে। আমি অনেক দিন বিয়ার খাইনি। আজ বৃদ্ধি মন্ত্রের তুক শুরু করার পরে বিয়ার আর পিজ্জা খেয়ে ঘুমাতে যাব।

বাড়ির জন্য অটো ধরার আগে আমি একটা ষ্টেশনারীর দোকান থেকে একটা চার্ট পেপার আর কয়েকটা মার্কার ও কিনে নিলাম। এতে আমাকে বইতে লেখা নির্দেশের মত একটা আসন আঁকতে হবে।তবে এই আসন বসার জন্য নয়...

বাড়ির কাছে অটো থেকে নেমে দত্তদার মুদি খানার দোকান থেকে আমি তিনটি লাল রঙের বড় বড় মোমবাতি কিনে নিলাম। দত্তদা একটু অবাক হয়ে বললেন, “দিদি, তুমি এই ‘কিং সাইজ’ মোমবাতি গুলি নিয়ে করবেটা কি? এখানে ত তেমন লোড শেডিং হয় না আজকাল...”

আমিও হেঁসে বললাম, “সাজিয়ে রাখব... দরকার হলে পলিতায় আগুন দেব...”

বাড়ি এসে দেখি যে কারেন্ট এসে গেছে। কিন্তু প্যাঁচাটা এখনো জাংলার কাছেই বসে আছে। যাই হোকনা কেন আমি তাড়াতাড়ি কিনে আনা জিনিস গুলি গুছিয়ে রেখে, বিয়ার ক্যান গুলি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ব্যাটা সেল্‌স ম্যানটা আমাকে দু খানা বিয়ার ক্যানের সেট গছিয়ে দিয়ে ছিল- একটা সেট মানে ছয়টা ক্যান আর ছয়টা ক্যানের সাথে নাকি একটা ক্যান ফ্রি। শেষকালে আমি ১৪ টা ক্যান নিয়ে বাড়ি ফিরে ছিলাম।

তারপরে আমি বইটা খুলে নির্দেশ গুলি আবার পড়ে বারান্দায় গিয়ে আধা শুকিয়ে যাওয়া গোলাপ গাছটার থেকে একটা ফুল ও কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসে বইয়ের লেখা অনুযায়ী একটা কাগজে মুড়ে সেটি সুতো দিয়ে বেঁধে দিলাম আর ভাবলাম যে এবারে জামাকাপড় বদলে চার্ট পেপারে আসনটা আঁকতে হবে। আমি টি-শার্ট আর জিন্স খুলে যেই নাইটিটা পোরতে গেলাম, প্যাঁচাটা আবার ‘চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ’ করে উঠল... এ কি রে বাবা? এবারে আমি প্যাঁচাটাকে লক্ষ করে যেন জিজ্ঞেস করলাম, “কি রে প্যাঁচা? আমাকে কি সব এলো চুলে ল্যাংটো হয়ে করতে হবে?...”

প্যাঁচাটা দু বার এপাশ ওপাশ দুলে যেন স্বীকৃতি জানাল, আশ্চর্য ব্যাপার আমার কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। একবার ভাবলাম যে কেন না আমি একবার হুলা মাসিকে ফোন করে জিজ্ঞেস করে নি? ফোন করার কোন লাভ হল না, হুলা মাসীর ফোন লাগছিল না- সেটি নাকি এখন কভারেজের বাইরে ছিল, তাছাড়া আমার বইতে লেখা কথা গুলি মনে পড়ল, মনে হয় এতে লেখা সব রীতি গুলি অসারত্ব, পূর্বধারণা, অহং ত্যাগ করে একেবারে হীন, নির্বস্ত্র এবং নম্র হয়েই করতে হবে - আমি একটু ইতস্ততটা সহ আবার নিজের ব্রা আরে প্যান্টি খুলে ফেললাম, আশা করি খোলা জাংলা দিয়ে কেউ আমাকে এই উলঙ্গ অবস্থায় দেখে ফেলবে না।

আঁকা শেষ হবার পরে আমি চার্ট পেপারটা নিজের সামনে দুই হাতে তুলে ধরে নিজের আঁকা দেখে বেশ গর্বিত মনে করলাম।


Tuk2-Ason.jpg


সোজা লাইন আমি স্কেল দিয়ে টেনে ছিলাম আর বক্র রেখা গুলি টানার সময় একটা পাড় উঁচু থালার সাহায্য নিয়ে ছিলাম। এক্ষণ ঘড়িতে বাজে রাত ১১:২০, সময় আছে।

বেড রুমে জায়গার অভাব, তাই আমি বাইরের ঘর যেইখানে আমার ছোট্ট সোফা, খাবার টেবিল আর মাইক্রোওয়েভ মেশিনটা আছে, সেইখানেই আসনটাকে মাটিতে পেতে আমি ওর উপরে যে আকৃতিটা এঁকে ছিলাম, তার ত্রিভুজের প্রতিটি কোনায় একটা করে লাল মোমবাতি রাখলাম। এই আসনে আমাকে তুক সফল করার জন্য যা যা জিনিস লাগে সেই গুলি আঁকা আসনের উপরে রাখতে হবে। আমি তাই করতে আরম্ভ করলাম।

তারপরে কাগজে মোড়া গাছের ফুল পাতা গুলি আকৃতির ভিতরে রাখলাম। এবারে বইতে লেখা ছিল, যে ‘প্রতিপালক’ অশরীরীকে তৃপ্ত করার জন্য কিছু খাবারও রাখতে হবে, কিন্তু কি রাখতে হবে তা লেখা ছিল না। আমি কি যেন মনে হল যে আমি পিজ্জাটা মাইক্রোওয়েভে গরম করে, তার থেকে একটা স্লাইস (টুকরো) আর দুটি বিয়ার ক্যান নিয়ে একটি থালায় সাজিয়ে, সে গুলিও আকৃতির ভিতরে রাখলাম। আমার নজর জাংলার দিকে আবার গেল। দেখি আশ্চর্য ব্যাপার, প্যাঁচাটা তখনো জাংলায় বসে আছে আর যেন আমি কি করছি সেটা ভাল করে লক্ষ করছে।

আমি বইটা হাতে নিয়ে, ৭০ নম্বর পাতায় লেখা বৃদ্ধি মন্ত্রটা কয়েকবার মনে মনে পড়লাম। তারপরে আমি নিজের আঁকা আসনের সামনে মাটিতে বসে একটা কৌতূহল আর উৎসাহের মধ্যে অপেক্ষা করতে লাগলাম... যেই রাত বারোটা বাজল, চোখ বুজে ফিস ফিস করে মন্ত্রটা উচ্চারণ করতে লাগলাম :-

বৃদ্ধি মন্ত্র


কারোপিকো আহাঊ,আহাঊ,আহাঊ

কো রেইয়া টোকু হিয়া হিয়া ঈঙ্গা

আনা আহাঊ কীটূ টুকু টুপু উঙ্গা


আমার গোলাপ গাছ বেড়ে উঠুক, সুস্থ হোক আর যেন ভাল ফুল হয়

হিয়াহিয়াটিয়া আনা ভাকারিটি ই

এই মন্ত্রটি আমার ৪৯ বার উচ্চারণ করার কথা, তাই আগের মতই হাতের আঙ্গুলে কতবার মন্ত্র উচ্চারণ করেছি তার গণনা রাখতে লাগলাম... ঠিক ৪৯ মন্ত্র পড়ার পর, আমি চোখ খুলেই চমকে উঠলাম!

দেখি যে কখন প্যাঁচাটা নিঃশব্দে ঘরের ভিতরে উড়ে এসে আমার পাতা আসনের সামনে বসে আছে আর আমাকে দেখছে।

ক্রমশঃ
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ৪
প্যাঁচাটা কি পিজ্জার গন্ধ পেয়ে উড়ে এসেছে নাকি সে এটা জানাতে এসেছে আমার তুকের প্রথম চরণ সফল হয়েছে, তখন সেটা বুঝতে পারা কঠিন মনে হচ্ছিল। তবে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ হাজার হোক প্যাঁচা একটা মাংসাশী প্রাণী, আমি স্থির হয়ে বসে রইলাম। দেখি প্যাঁচাটা থালার কাছে এসে পিজ্জার টুকরোটা ঠুকরে- ঠুকরে খেতে আরম্ভ করল। আমি হাঁ করে বসে সব দেখছিলাম, পিজ্জার টুকরোটা প্রায় অধিকাংশ খেয়ে নেবার পরে আবার সে ‘চ্যাঁ-চ্যাঁ’ করল, আমার কি মনে হল আমি থালায় রাখা বিয়ার ক্যানটার সিল খুলে একটু থালায় ঢেলে দিলাম। প্যাঁচা চুক চুক করে ঢালা বিয়ার খেয়ে আবার উড়ে গিয়ে টেবিলে বসে আমার দিকে দেখতে লাগল। বইটা যত্ন করে আলমারির ভিতরে রেখে, আমি মোমবাতি গুলি নিভিয়ে, চার্ট পেপারে আঁকা আসন গুটিয়ে আর কাগজে মোড়া ফুল আর পাতা আলমারির উপরে রেখে টেবিলে খেতে বসলাম। আমার বেশ খিদেও পেয়ে ছিল। মিনি পিজ্জাটা তখনো হালকা গরম ছিল, আমি বাকি পিজ্জা আর বিয়ার দুটি শেষ করলাম।

সারা ঘটনা ক্রমের দিয়ে যাবার পরে আমার এইবার একটু ভয় ভয় করছিল, আমার খাওয়া শেষ হবার পরেই জাংলা দিয়ে প্যাঁচাটা উড়ে চলে গেল। আমি ঘড়ি দেখলাম- তখন বাজে রাত পৌনে দুটো। নিজের প্যান্টি আর নাইটি পরে আমি ঘুমাতে চলে গেলাম, শোবার সমায় আমাই ব্রা পরে শুই না।

***

টিং- টং- টিং- টং-টিং- টং-টিং- টং-

ক্রমাগত কলিঙ্গ বেলের আওয়াজে পরের দিন সকাল বেলা আমার ঘুম ভাঙল! তাড়াতাড়ি উঠে দরজা দেখি আমার কাজের লোক লিলি বৌদি এসে গেছে, ও নাকি গত আধ ঘণ্টা ধরে বেল বাজাচ্ছিল, আমি আবার ঘড়ি দেখলাম, তখন বাজে সকাল সাড়ে আটটা।

“কি গো দিদি, কতক্ষণ ধরে বেল দিচ্ছি- ঘুমাচ্ছিলে নাকি? চোখ এখন লাল হয়ে আছে...”

“হ্যাঁ, বৌদি, গতকাল অনেক রাত অবধি বসে সিনেমা দেখেছি...”, আমি রাতে বিয়ার খেয়েছি সেটা আর বললাম না।

তারপরে আমার বুকের দিকে তাকিয়ে লিলি বৌদি বলল, “এখনো তলায় কিছু পরনি?”

“না গো, তাড়াতাড়ি উঠে তোমার জন্য দরজা খুলতে গিয়েছিলাম... এইবার ব্রা’টা পরব”, আমি একটা হাই তুলে নিজের চুলে একটা খোঁপা বাঁধতে বাঁধতে বললাম।

লিলি বৌদি কাজ করতে লাগল, আমি সোজা বারান্দায় গিয়ে গাছে জল দিতে দিতে গোলাপ গাছটাকে দেখলাম। সেটি যেরকম ছিল সেই রকমই আছে, মরা- মরা নেতিয়ে পড়া...

এরপরে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অবশেষে শুক্রবার রাত এল। এদানিং আমার রাতে বৃদ্ধি মন্ত্রের তুকের রীতি পালন করার পরে আর বিয়ার খাওয়ার পরে প্রায় রোজ সকালে উঠতে আমার দেরি হয়ে যেত। তাড়াহুড়ো করে তৈরি হয়ে কাজে যেতাম, রোজ রাতে প্যাঁচাটা ঠিক আমার কাছে চলে আসত, আমি রাতে যাই খাই না কেন আগে আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরী অস্তিত্বকে অর্পণ করে, প্যাঁচাটাকে খাইয়ে তারপরে নিজে খেতাম- প্যাঁচাটা যেন এখন আমার বন্ধু হয়ে গেছে। আমি ওর একটা নামও রেখেছি- বাদামী; কারণ ওর গায়ে বাদামী রঙের পালক আছে... ও রোজ আমার খাওয়া শেষ হয়া পর্যন্ত চুপটি করে বসে থাকত আর তারপরে উড়ে যেত। এই সপ্তাহে আমি রোজই বিয়ার খেয়েছি... সকালের তাড়াহুড়ো তে আমি নিজের গোলাপ গাছটাকে ভাল করে লক্ষ করার সময় পাইনি। একে কাজের চাপ তাছাড়া দিনে মাত্র চব্বিশটাই ঘণ্টা... কিন্তু ইতিমধ্যে আমি একটা আজব ব্যাপার লক্ষ করলাম। আমি বাস স্ট্যান্ডের গাছের তলায় হুলা মাসীকে আরে দেখেতে পাইনি। পাশের চায়ের দোকানে জিজ্ঞেস করেও কোন খবর পাইনি। শুনলাম যে হুলা মাসী নাকি গত শনিবার থেকেই উধাও। ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছেনা।

এছাড়া আর একটা ঘটনা আমাকে একটু বিক্ষিপ্ত করে রেখেছিল; রোজ আমার উঠতে দেরি হয়ে যেত আর লিলি বৌদি এসে প্রায় রোজই অনেকক্ষণ ধরে বেল বাজাতে থাকত। এই করে ওর নাকি অন্যান্য বাড়িতে কাজ করতে যেতে দেরি হয়ে যায়। সেদিন আমার সাথে ওর একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল, তাই এদানিং আমাদের মধ্যে বিশেষ কথা বাত্রা হত না আর অফিসে পর পর বেশ কয়েক দিন দেরি করে পৌঁছে আমি নিজের বসের কাছেও বকুনিও খেয়েছিলাম, কিন্তু আমি বৃদ্ধি মন্ত্রের তুক নিয়ে একটা আবেশের মধ্যে ছিলাম, আমি সব ভুলে, রোজ রাতে উলঙ্গ হয়ে চুল এলো করে তুকের রীতি পালন করতাম।

আজ শুক্রবার, আমার গোলাপ গাছের জন্য বৃদ্ধির তুকের শেষ দিন। তুকের রীতি শেষ করার পর আমি প্যাঁচাটাকে খাইয়ে নিজে খাওয়া শেষ করে শুতে গেলাম আজ আমি একটা ডাবল ব্রেস্টেড নাইটি পরে ছিলাম আর তলায় প্যান্টি- রোজকার মত আমি ঘুমাতে যাবার সময় ব্রা পরি নি।

আমি আজ বেশ ক্লান্ত হয়ে ছিলাম তাই কখন যে ঘুমিয়ে পরেছি জানি না। হটাত আমার যেন ঘুম ভেঙ্গে গেল... মনে হল যে সারা ঘরটা একেবারে কনকনে ঠাণ্ডা আরে কে যেন খুবই মোহের সাথে আমার সারা দেহে হাত বোলাচ্ছে আর ফিস ফিস করে একটা নারীর ভারি শ্বর যেন আমাকে বলছে, “আঁ-- ধা-- রী-- (আঁধারী)... আয়... আমাদের কাছে আয়... তোর ভয় নেই... তুই খু-উ-ব (খুব) সুন্দরী... তোর রক্ত গরম... তোর বদনে বেশ লালিত্য- লাবণ্য আছে, তোর রূপ আছে... যৌবন আছে... সেটাই ত দরকার... - যেমন দরকার তুই সেইরকম মেয়ে... আমার সময় প্রায় শেষ... তোর কচি বয়েস- তুই তাজা রসে একবারে ভর্তি... এবার তোকে যোগদান দিতে হবে... এই পথে তুই অনেক উন্নতি করবি... আয়... আমাদের কাছে আয়... ভয় নেই... আয়... আয়... আঁ-- ধা-- রী--”

‘কে আমাকে আঁধারী আঁধারী’ বলে ডাকছে? আমার ঘুম ভেঙ্গে গেল- আমি অবাক হয়ে দেখলাম যে আমার নাইটীটা কেউ যেন পুরো খুলে নাইটির পাট গুলি দুই পাসে সরিয়ে আমার শরীর একেবারে আবরণ হীন করে দিয়েছে, আমার প্যান্টিটা আমার এক পায়ের একেবারে গোড়ালির কাছে টেনে নামান আর আমার পা দুটি অনেকটাই ফাঁক করা... আমি চমকে উঠে তাড়াতাড়ি নিজের কাপড়চোপড় ঠিক করলাম। আমার বুকটা ধড়াস- ধড়াস করছিল... আমি একটা আচ্ছন্ন অবস্থায় ঘড়ির দিকে দেখলাম- মনে হল যেন খাটের পাসে রাখা ডিজিটাল ঘড়িটার ডিসপ্লে তে দেখাচ্ছে D:RE-AM, আমি ভাল করে নিজের চোখ রগড়ে আবার ঘড়িটা দেখালাম- 05:19-AM

Clock-Dream.png



বারান্দার থেকে একটা পরিচিত শ্বর আমার কানে ভেশে এল- ‘চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ’, প্যাঁচাটা এই অসময় কি করছে আমার বাড়ির বারান্দায়? আমি বারান্দায় গিয়ে দেখলাম যে প্যাঁচাটা রেলিঙের উপরে বসে আছে। বাইরে তখনো আঁধারে আলো, সূর্য উঠেনি...

তারপর আমার নজর গেল গোলাপ গাছটার দিকে, আর আমি বিশাল ভাবে অবাক হলাম। গোলাপ গাছটার অনেক উন্নতি হয়েছে। ওটা যেন আরও বড় হয়ে গেছে আর একেবারে তাজা ফুলে ভর্তি ওটির মধ্যে আর কোন শুষ্কতা অথবা জীর্ণতা নেই- একবারে সুস্থ পূর্ণ স্ফুটিত হয়ে গেছে- মানে আমার তুক সফল হয়েছে!

আমার মুখে হাঁসি ফুটল, আর তার সাথে সাথে প্যাঁচাটাও উড়ে চলে গেল। ও যেন আমাকে গাছটা দেখাবার জন্যই ডেকে ঘুম থেকে তুলেছিল।

আমি খুব খুশি যে আমার তুক কার্যকারী হয়েছে, তবে গতকাল রাতে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমি কার চাপা ফিস ফিস শ্বর শুনছিলাম? এটা কি কোন একটা দুঃস্বপ্ন ছিল? তাহলে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমার পাক্কা মনে আছে যে আমি ঠিক করে নাইটি আর প্যান্টি পরে শুয়ে ছিলাম... আমি কি যা শুনেছিলাম ঠিক শুনে ছিলাম? তাহলে আমাকে কিসে যোগদান দিতে হবে? এটা একটা নতুন রহস্য।

ক্রমশঃ
 
  • Like
Reactions: Raj Yadav

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ৫

সেই রাতের অভিজ্ঞতা পরে আমি সপ্তাহ খানেক বেশ চিন্তিত আর ভয় ভয় কাটালাম, কারণ তাছাড়া আজকাল প্যাঁচাটাকেও দেখতে পাই না। এবারে আমার মনে হল যে এই সব ঘটনা গুলি নিছক কাকতালীয় নয়। এই সবের সাথে নিশ্চয়ই বইয়ের ‘প্রাচীন গুপ্ত বিদ্যার’ কোন একটা যোগাযোগ আছে। তার সব থেকে বড় প্রমাণ ঐ বাদামী, আমার বন্ধু প্যাঁচাটা।

দেখতে দেখতে প্রায় আরও দুই সপ্তাহ কেটে গেল, তারপরে আমি স্থির করলাম যে আমি আবার বৃদ্ধি মন্ত্রের প্রয়োগ করব। এবারে নিজের চুল বাড়াবার জন্য- যবে থেকে হুলা মাসী আমকে এই কথা বলেছে আমার মনে এটা ঘর করে গেছে- ছোটবেলা থেকেই আমার লম্বা চুলের খুব শখ... কিন্তু হাজার চর্চা করেও চুল আমার কোমর অবধিও লম্বা হয়ে নি।

যদিও বা হুলা মাসীর এখনো কোন পাত্তা নেই আর আমি চাইতাম যেন ওনাকে জিজ্ঞেস করে নতুন প্রয়োগটা করলে ভাল হয়- কারণ হাজার হোক এটা আমার চুল নিয়ে ব্যাপার- প্রত্যেক মেয়েদের কাছে তাদের চুল অমূল্য- কিন্তু আমি স্থির করলাম যে একবার নিজের গাছগুলির উপরে মন্ত্রের প্রয়োগ করে যখন সাফল্য অর্জন করেছি, তখন একবার নিজের উপর এই মন্ত্রের প্রয়োগ করলে ক্ষতি কি? আর নিজের উপর যখন মন্ত্রটা প্রয়োগ করছি তাহলে শুধু চুল কেন? নিজের ফিগারটা একটু ভালো করে নেব এছাড়া যদি একটু নিজের স্তনের আকার এবং আয়তনটা বাড়িয়ে নেওয়া যাক... সুন্দর আর আকর্ষণীয় হতে কে না চায়?

যথা রীতি থামত আমি আবার এক শুক্রবার থেকে আমি বৃদ্ধি মন্ত্রের তুক শুরু করলাম। প্রথমে মনে মনে নিজের অসারত্ব, পূর্বধারণা, অহং ত্যাগ করে একেবারে হীন, উলঙ্গ এবং নম্র হয়ে এলো চুলে ঠিক করে পা গুটিয়ে সোজা হয়ে মাটিতে বসে- “টি আউরো- ঈতা ওয়াইরু”, ৩৩ বার ফিস ফিস করে উচ্চারণ করে নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আহ্বান জানালাম...

আর সঙ্গে সঙ্গে আমি একটা সাড়া পেলাম... একটা ঠাণ্ডা বাতাসের ঝাপটা আর তার সাথে একটা খুবই পরিচিত ‘ফড়- ফড়- ফড়- ফড়’ আওয়াজ; আর ডাক “চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ...”- বাদামী এসে গেছে! আমি উঠে গিয়ে দেখলাম- ঠিক তাই! বাদামী কে আস্তে দেখে আমার মন খুশিতে ভরে গেল, যেন একটা পুরাণ বন্ধুর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে।

এবারে আমি নিশ্চিত। বাদামীর আসা একটা অলৌকিক ইঙ্গিত- এই বইতে লেখা মন্ত্র গুলি বিশাল প্রভাবশালী- তবে সত্যি বলতে গেলে আমি একেবারেই জানতাম না যে এর প্রভাব কতদূর অবধি যেতে পারে...

তখন আমি ভাবলাম যে, আশা করি যে আমার চুল বাড়ানোর জন্য বৃদ্ধি মন্ত্র নিশ্চয়ই কার্যকরী হবে। আমার আসন পাতাই ছিল, ত্রিভুজের তিন কোনে তিনটি মোমবাতি জ্বালানো ছিল, আমি কুচ করে কাঁচী দিয়ে নিজের চুলের ডগা থেকে একটু কেটে একটা কাগজে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবার পর সিতিকে নিজের আঁকা আসনে রখালাম। আজ আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরীকে আগে থেকে রাঁধা টাটকা ইলিশ মাছ ভাজা আর আগেকার মত আনা বিয়ার অর্পণ করলাম আর এবার মন্ত্র উচ্চারণ করলাম



বৃদ্ধি মন্ত্র
কারোপিকো আহাঊ,আহাঊ,আহাঊ

কো রেইয়া টোকু হিয়া হিয়া ঈঙ্গা

আনা আহাঊ কীটূ টুকু টুপু উঙ্গা


আমার চুল আরও ঘন আর রেশমি এবং আমার পাছার নীচ অবধি লম্বা হয়ে যাক,

আমার ফিগারও একটু ভালো হোক, স্তনের আকার আয়তনে বৃদ্ধি হোক


হিয়াহিয়াটিয়া আনা ভাকারিটি ই



সাত দিন ঠিক সে রকম ভাবে কাটল, আমার বন্ধু প্যাঁচা – বাদামী, মন্ত্র উচ্চারণের পর অর্পণ করা মাছ ও ঢেলে দেওয়া বিয়ার খেল আর আমার সাথে তুকের পুরো রীতি পুরো না হয়ে যাবার আর আমার নিজের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে বসে রইল। তারপরে সে উড়ে চলে গেল... আমি জানতাম যে আমাকে টানা সাত দিন তুকের রীতি মেনে চলতে হবে আর হুলা মাসীর কথা অনুযায়ী এই তুকে ফল পাওয়া পর্যন্ত আমাকে প্রায় দুই মাস অপেক্ষা করতে হবে...

এদানিং আমি চাইতাম না যে আমি দেরি করে উঠি আর কোন কারণে আমার কাজের লোক লিলি বৌদির সাথে অথবা অফিসে বসের কোন ঝামেলা হোক। তাই একটা গুরুত্ব পূর্ণ প্রোজেক্ট থাকা স্বত্বেও আমি নিজের ঘুমের বলি দিয়ে দেরি করে শুতে যেতাম আর তাড়াতাড়ি উঠে পড়তাম। এই কারণে সেই সপ্তাহটা সারা দিন আমার মাথায় ব্যথা থাকত আর কাজে ঠিক করে মনোযোগ দিতে অসুবিধে হত।


***

প্রায় তিন মাস হতে চলল, বর্শা কাল এসে গেছে, আমার দ্বিতীয় তুক সফল হয়েছে। সত্যি- সত্যই আমার চুল এখন আরও ঘন আর রেশমি এবং আমার পাছার নীচ অবধি লম্বা হয়ে গেছে। অফিসের সবাই এই জিনিষটা লক্ষ করেছে আর বিশেষ করে মেয়েরে আমাকে বারে বারে জিজ্ঞেস করেছে যে আমি কি কেশ চর্চা করেছ। এর সাথে আমি কয়েকটা মেয়েদের মধ্যে হিংসার পাত্রীও হয়ে উঠেছি... আর এখনো হুলা মাসীর কোন পাত্তা নেই।

আমার এখন মনে আছে যে সেদিন মাসে ১৫ তারিক- শুক্রবার ছিল, যদিও বা আমি আজকাল নতুন কোন তুক অথবা মন্ত্রের প্রয়োগ করি নি কিন্তু আমার সেই দিনও উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তার কারণ ছিল- যে আমি তার আগের দিন বাড়ি ফিরে আসার পরে, নিজের বসের নাম্বার থেকে একটা ফোন পাই... উনি কেমন যেন একটু অসন্তুষ্ট হয়ে আমকে ফোন করেছিলেন। উনি বলে ছিলেন যে পরের দিন, অর্থাৎ সেই শুক্রবার আমি যেন একটু তাড়াতাড়ি আসি... কিন্তু আজও দেরি হয়ে গেল।

আমি অফিসে যেতে না যেতেই, অফিসের পিওন দেবুদা আমাকে বললেন যে বড় কর্তা আমাকে নিজের কেবিনে ডেকেছেন। আমি ভয় কাঁটা হয়ে ওনার ঘরে ঢুকলাম আর ঢুকতে না ঢুকতেই বকুনি... আমি একটা বেশ বড় ক্লায়েন্টের কোম্পানির অডিটে একটা বিরাট ভুল করেছিলাম যার কারণে ক্লায়েন্টকে আয়কর দফতর থেকে একটা বিশাল নোটিস পেতে হয়েছে- এতে আমাদের ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হতে পারত ত ছাড়া বাজারে আমাদের কোম্পানির নামও ডুবতে পারত- বস কোন রকমে সে সামাল দিয়েছেন... তার পরে আজ দেরি। এই ক্লায়েন্টের কাজ আমি তখন শুরু করেছিলাম যখন আমি “প্রাচীন গুপ্ত বিদ্যা” বইতে লেখা বৃদ্ধি মন্ত্র নিজের চুলের বৃদ্ধির জন্য করছিলাম। চুল ত বাড়ল কিন্তু সেদিন আমার বড় কর্তা আমার হাতে নিলম্বন পত্র ধরিয়ে দিলেন।

আমি অফিস থেকে বেরিয়ে বাস ধরে বাড়ি ফিরতে-ফিরতে ভাবছিলাম, আমার তুক গুলি সফল তো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে যেন একটা সমস্যা এসে যাচ্ছে। প্রথম তুক সফল হবার পরের থেকেই আমার কাজের লোক লিলি বৌদির সাথে মনমালিন্য... তার পরে আমার চাকুরীতে গণ্ডগোল, আর এখন, আমি আগামী পনেরো দিনের জন্য নিলম্বিত... এ ছাড়া আমার ওজনও প্রায় পাঁচ- ছয় কিলো বেড়ে গেছে? বোধ হয় শনি রবিবার করে বিয়ায় খাবার ফলে... এই হুলা মাসী গেল কথায়? এক মাত্র উনিই আমাকে সঠিক ভাবে বলতে পারবেন যে আমার মন্ত্র প্রয়োগের সময় অথবা রীতি পালন করার সময় সব নিয়ম মেনে চলা স্বত্বেও কোন ত্রুটি রয়ে যাচ্ছে কিনা... বাস স্ট্যান্ডের গাছের তলায় হুলা মাসী সেই দিনও বসে ছিলেন না...

সারা দিন আমি ঘরে মন খারাপ করে বসে ছিলাম, বাড়িতে আমি কিছুই বলি নি- মা বাবা চিন্তা করবেন বলে, মনের কথা কাকে আর বলি? এমন কি আমার পোষা বন্ধু প্যাঁচা- বাদামীরও কোন পাত্তা নেই, ও কেবল মন্ত্রের রীতি পালন করার সময়ই আসে আর আমি ভয়ে বইটাকে হাতও দিচ্ছিলাম না- কারণ আবার না জানি কি বিপদ হবে তা জানি না... বিকেল বেলা থাকতে না পেরে আমি ডিপার্টমেন্টাল স্টোরে এবারে চার সেট বিয়ার ক্যান কিনে নিয়ে এলাম- তার সঙ্গে চারটে ক্যান ফ্রি!

মনটাকে একটু অন্যমানুস্ক করার জন্য আমি টিভি চালিয়ে দেখেতে দেখতে বিয়ার খেতে লাগলাম... আমি প্রায় তিনটি বিয়ার ক্যান শেষ করার পরে বেশ নেশা গ্রস্ত বোধ করছিলাম। কোন রকমে টলতে টলতে। টিভি আর ঘরের আলো নিভিয়ে কোন রকমে নিজের লম্বা ঘন চুল আঁচড়ে একটা খোঁপা বেঁধে... আমি ধড়াম করে বিছানায় শুয়ে পড়লাম। সেই দিনও আমি একটা ডাবল ব্রেস্টেড নাইটি আর প্যান্টি পরেই শুয়ে ছিলাম- বাইরে বৃষ্টি যেন আমার মনের কান্নাকে অভিব্যক্ত করছিল আর খোলা জাংলা দিয়ে আসা সুন্দর ঠাণ্ডা হাওয়া কেমন যেন একটা সান্ত্বনা দেবার চেষ্টা করছিল...


তবে আমার ঠিক করে ঘুম আসছিল না... কেমন যেন একটা মত্ত আচ্ছন্ন অবস্থায় আমি বিছানায় চিত হয়ে পড়েছিলাম গভীর রাতে হটাত যেন ঘন ঘন বিদ্যুৎ চমকানোর এবং মেঘের গর্জনের সাথে একটা ঝড় মত উঠল... ঘরে হিমেল ঠাণ্ডা হাওয়া বইতে লাগল আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার নাইটির বেল্টে যেন একটা টান পড়ছে... পট করে খুলে গেল আমার নাইটির বেল্টের গিঁট আর ধীরে ধীরে নাইটির দুই পাট সরিয়ে কে যেন আমার দেহকে বস্ত্র হীন করে দিল... কারুর ঠাণ্ডা হাতের স্পর্শ আমি নিজের দুই স্তনের উপরে অনুভব করতে লাগলাম... কে যেন আমাকে খুব আদর করেছে... আমার গালে হাত বোলাচ্ছে... আমার চুলের খোঁপা খুলে দিয়ে আমার চুলে মধ্যে দিয়ে আঙুল চালাচ্ছে... আর অতি মাদকতার সাথে আমার স্তন টিপে টিপে আমার মধ্যে যেন একটা কামনার সঞ্চার করছে... তারপর আমি শুনতে পেলাম সেই পরিচিত ভারি ফিস ফিসে শ্বর, “আঁ-ধা-রী..., আঁ-ধা-রী... আমার সময় একেবারে শেষ... একটু উঠে... সব কাপড়চোপড় খুলে ফ্যাল... হ্যাঁ... আগের বারে আমি তোকে ল্যাংটো করে দেখেছিলাম... তোর রক্ত গরম... তোর বদনে বেশ লালিত্য- লাবণ্য আছে, তোর রূপ আছে... যৌবন আছে... সেটাই ত দরকার... – এখন তো নিজের চুল বাড়িয়ে তুই নিজের নারীত্ব বেশ ফুটিয়ে তুলেছিস... যেমন দরকার তুই সেইরকম মেয়ে... কিন্তু তুই বড় দেরি করে ফেলেছিস...তুই এখন একেবারে তৈরি... আজকে তোর ল্যাংটো হওয়া আরও দরকার... এখন তোর যোগদানের আরও বেশি দরকার... আমি গত বারের পর.. তোর কাছে আসতে আর পারি নি... কিন্তু আজ আসতেই হল... তোর রীতি পালনে একটু ত্রুতি রয়ে যাচ্ছে... তবে ভয় নেই... তোর কোন ভয় নেই... তোর কোন ভয় নেই... তোর ভয় নেই... এক্ষণই ল্যাংটো হয়ে যা... ল্যাংটো হয়ে যা... ল্যাংটো হয়ে যা... ল্যাংটো... ল্যাংটো... ল্যাংটো...”


ক্রমশঃ
 

Raj Yadav

No Nude AVs allowed
546
444
79
অধ্যায় ৪
প্যাঁচাটা কি পিজ্জার গন্ধ পেয়ে উড়ে এসেছে নাকি সে এটা জানাতে এসেছে আমার তুকের প্রথম চরণ সফল হয়েছে, তখন সেটা বুঝতে পারা কঠিন মনে হচ্ছিল। তবে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ হাজার হোক প্যাঁচা একটা মাংসাশী প্রাণী, আমি স্থির হয়ে বসে রইলাম। দেখি প্যাঁচাটা থালার কাছে এসে পিজ্জার টুকরোটা ঠুকরে- ঠুকরে খেতে আরম্ভ করল। আমি হাঁ করে বসে সব দেখছিলাম, পিজ্জার টুকরোটা প্রায় অধিকাংশ খেয়ে নেবার পরে আবার সে ‘চ্যাঁ-চ্যাঁ’ করল, আমার কি মনে হল আমি থালায় রাখা বিয়ার ক্যানটার সিল খুলে একটু থালায় ঢেলে দিলাম। প্যাঁচা চুক চুক করে ঢালা বিয়ার খেয়ে আবার উড়ে গিয়ে টেবিলে বসে আমার দিকে দেখতে লাগল। বইটা যত্ন করে আলমারির ভিতরে রেখে, আমি মোমবাতি গুলি নিভিয়ে, চার্ট পেপারে আঁকা আসন গুটিয়ে আর কাগজে মোড়া ফুল আর পাতা আলমারির উপরে রেখে টেবিলে খেতে বসলাম। আমার বেশ খিদেও পেয়ে ছিল। মিনি পিজ্জাটা তখনো হালকা গরম ছিল, আমি বাকি পিজ্জা আর বিয়ার দুটি শেষ করলাম।

সারা ঘটনা ক্রমের দিয়ে যাবার পরে আমার এইবার একটু ভয় ভয় করছিল, আমার খাওয়া শেষ হবার পরেই জাংলা দিয়ে প্যাঁচাটা উড়ে চলে গেল। আমি ঘড়ি দেখলাম- তখন বাজে রাত পৌনে দুটো। নিজের প্যান্টি আর নাইটি পরে আমি ঘুমাতে চলে গেলাম, শোবার সমায় আমাই ব্রা পরে শুই না।

***

টিং- টং- টিং- টং-টিং- টং-টিং- টং-

ক্রমাগত কলিঙ্গ বেলের আওয়াজে পরের দিন সকাল বেলা আমার ঘুম ভাঙল! তাড়াতাড়ি উঠে দরজা দেখি আমার কাজের লোক লিলি বৌদি এসে গেছে, ও নাকি গত আধ ঘণ্টা ধরে বেল বাজাচ্ছিল, আমি আবার ঘড়ি দেখলাম, তখন বাজে সকাল সাড়ে আটটা।

“কি গো দিদি, কতক্ষণ ধরে বেল দিচ্ছি- ঘুমাচ্ছিলে নাকি? চোখ এখন লাল হয়ে আছে...”

“হ্যাঁ, বৌদি, গতকাল অনেক রাত অবধি বসে সিনেমা দেখেছি...”, আমি রাতে বিয়ার খেয়েছি সেটা আর বললাম না।

তারপরে আমার বুকের দিকে তাকিয়ে লিলি বৌদি বলল, “এখনো তলায় কিছু পরনি?”

“না গো, তাড়াতাড়ি উঠে তোমার জন্য দরজা খুলতে গিয়েছিলাম... এইবার ব্রা’টা পরব”, আমি একটা হাই তুলে নিজের চুলে একটা খোঁপা বাঁধতে বাঁধতে বললাম।

লিলি বৌদি কাজ করতে লাগল, আমি সোজা বারান্দায় গিয়ে গাছে জল দিতে দিতে গোলাপ গাছটাকে দেখলাম। সেটি যেরকম ছিল সেই রকমই আছে, মরা- মরা নেতিয়ে পড়া...

এরপরে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অবশেষে শুক্রবার রাত এল। এদানিং আমার রাতে বৃদ্ধি মন্ত্রের তুকের রীতি পালন করার পরে আর বিয়ার খাওয়ার পরে প্রায় রোজ সকালে উঠতে আমার দেরি হয়ে যেত। তাড়াহুড়ো করে তৈরি হয়ে কাজে যেতাম, রোজ রাতে প্যাঁচাটা ঠিক আমার কাছে চলে আসত, আমি রাতে যাই খাই না কেন আগে আমি নিজের ‘প্রতিপালক’ অশরীরী অস্তিত্বকে অর্পণ করে, প্যাঁচাটাকে খাইয়ে তারপরে নিজে খেতাম- প্যাঁচাটা যেন এখন আমার বন্ধু হয়ে গেছে। আমি ওর একটা নামও রেখেছি- বাদামী; কারণ ওর গায়ে বাদামী রঙের পালক আছে... ও রোজ আমার খাওয়া শেষ হয়া পর্যন্ত চুপটি করে বসে থাকত আর তারপরে উড়ে যেত। এই সপ্তাহে আমি রোজই বিয়ার খেয়েছি... সকালের তাড়াহুড়ো তে আমি নিজের গোলাপ গাছটাকে ভাল করে লক্ষ করার সময় পাইনি। একে কাজের চাপ তাছাড়া দিনে মাত্র চব্বিশটাই ঘণ্টা... কিন্তু ইতিমধ্যে আমি একটা আজব ব্যাপার লক্ষ করলাম। আমি বাস স্ট্যান্ডের গাছের তলায় হুলা মাসীকে আরে দেখেতে পাইনি। পাশের চায়ের দোকানে জিজ্ঞেস করেও কোন খবর পাইনি। শুনলাম যে হুলা মাসী নাকি গত শনিবার থেকেই উধাও। ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছেনা।

এছাড়া আর একটা ঘটনা আমাকে একটু বিক্ষিপ্ত করে রেখেছিল; রোজ আমার উঠতে দেরি হয়ে যেত আর লিলি বৌদি এসে প্রায় রোজই অনেকক্ষণ ধরে বেল বাজাতে থাকত। এই করে ওর নাকি অন্যান্য বাড়িতে কাজ করতে যেতে দেরি হয়ে যায়। সেদিন আমার সাথে ওর একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল, তাই এদানিং আমাদের মধ্যে বিশেষ কথা বাত্রা হত না আর অফিসে পর পর বেশ কয়েক দিন দেরি করে পৌঁছে আমি নিজের বসের কাছেও বকুনিও খেয়েছিলাম, কিন্তু আমি বৃদ্ধি মন্ত্রের তুক নিয়ে একটা আবেশের মধ্যে ছিলাম, আমি সব ভুলে, রোজ রাতে উলঙ্গ হয়ে চুল এলো করে তুকের রীতি পালন করতাম।

আজ শুক্রবার, আমার গোলাপ গাছের জন্য বৃদ্ধির তুকের শেষ দিন। তুকের রীতি শেষ করার পর আমি প্যাঁচাটাকে খাইয়ে নিজে খাওয়া শেষ করে শুতে গেলাম আজ আমি একটা ডাবল ব্রেস্টেড নাইটি পরে ছিলাম আর তলায় প্যান্টি- রোজকার মত আমি ঘুমাতে যাবার সময় ব্রা পরি নি।

আমি আজ বেশ ক্লান্ত হয়ে ছিলাম তাই কখন যে ঘুমিয়ে পরেছি জানি না। হটাত আমার যেন ঘুম ভেঙ্গে গেল... মনে হল যে সারা ঘরটা একেবারে কনকনে ঠাণ্ডা আরে কে যেন খুবই মোহের সাথে আমার সারা দেহে হাত বোলাচ্ছে আর ফিস ফিস করে একটা নারীর ভারি শ্বর যেন আমাকে বলছে, “আঁ-- ধা-- রী-- (আঁধারী)... আয়... আমাদের কাছে আয়... তোর ভয় নেই... তুই খু-উ-ব (খুব) সুন্দরী... তোর রক্ত গরম... তোর বদনে বেশ লালিত্য- লাবণ্য আছে, তোর রূপ আছে... যৌবন আছে... সেটাই ত দরকার... - যেমন দরকার তুই সেইরকম মেয়ে... আমার সময় প্রায় শেষ... তোর কচি বয়েস- তুই তাজা রসে একবারে ভর্তি... এবার তোকে যোগদান দিতে হবে... এই পথে তুই অনেক উন্নতি করবি... আয়... আমাদের কাছে আয়... ভয় নেই... আয়... আয়... আঁ-- ধা-- রী--”

‘কে আমাকে আঁধারী আঁধারী’ বলে ডাকছে? আমার ঘুম ভেঙ্গে গেল- আমি অবাক হয়ে দেখলাম যে আমার নাইটীটা কেউ যেন পুরো খুলে নাইটির পাট গুলি দুই পাসে সরিয়ে আমার শরীর একেবারে আবরণ হীন করে দিয়েছে, আমার প্যান্টিটা আমার এক পায়ের একেবারে গোড়ালির কাছে টেনে নামান আর আমার পা দুটি অনেকটাই ফাঁক করা... আমি চমকে উঠে তাড়াতাড়ি নিজের কাপড়চোপড় ঠিক করলাম। আমার বুকটা ধড়াস- ধড়াস করছিল... আমি একটা আচ্ছন্ন অবস্থায় ঘড়ির দিকে দেখলাম- মনে হল যেন খাটের পাসে রাখা ডিজিটাল ঘড়িটার ডিসপ্লে তে দেখাচ্ছে D:RE-AM, আমি ভাল করে নিজের চোখ রগড়ে আবার ঘড়িটা দেখালাম- 05:19-AM

Clock-Dream.png



বারান্দার থেকে একটা পরিচিত শ্বর আমার কানে ভেশে এল- ‘চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ’, প্যাঁচাটা এই অসময় কি করছে আমার বাড়ির বারান্দায়? আমি বারান্দায় গিয়ে দেখলাম যে প্যাঁচাটা রেলিঙের উপরে বসে আছে। বাইরে তখনো আঁধারে আলো, সূর্য উঠেনি...

তারপর আমার নজর গেল গোলাপ গাছটার দিকে, আর আমি বিশাল ভাবে অবাক হলাম। গোলাপ গাছটার অনেক উন্নতি হয়েছে। ওটা যেন আরও বড় হয়ে গেছে আর একেবারে তাজা ফুলে ভর্তি ওটির মধ্যে আর কোন শুষ্কতা অথবা জীর্ণতা নেই- একবারে সুস্থ পূর্ণ স্ফুটিত হয়ে গেছে- মানে আমার তুক সফল হয়েছে!

আমার মুখে হাঁসি ফুটল, আর তার সাথে সাথে প্যাঁচাটাও উড়ে চলে গেল। ও যেন আমাকে গাছটা দেখাবার জন্যই ডেকে ঘুম থেকে তুলেছিল।

আমি খুব খুশি যে আমার তুক কার্যকারী হয়েছে, তবে গতকাল রাতে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমি কার চাপা ফিস ফিস শ্বর শুনছিলাম? এটা কি কোন একটা দুঃস্বপ্ন ছিল? তাহলে কে আমার নাইটি আর প্যান্টি খুলল? আমার পাক্কা মনে আছে যে আমি ঠিক করে নাইটি আর প্যান্টি পরে শুয়ে ছিলাম... আমি কি যা শুনেছিলাম ঠিক শুনে ছিলাম? তাহলে আমাকে কিসে যোগদান দিতে হবে? এটা একটা নতুন রহস্য।

ক্রমশঃ
inbox
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ৬

ঐ স্বরে কেমন যেন একটা সম্মোহিত করে দেওয়ার মত প্রভাব ছিল,আমি আধা ভয় আধা আচ্ছন্নে কোন রকমে উঠে টলতে টলতে উঠে... নিজের নাইটি খুলে দিলাম তারপরে কোন রকমে নিজের ভারসাম্য সামলাতে সামলাতে নিজের প্যান্টি খুলে একবারে উলঙ্গ হয়ে গেলাম... এবারে টাল না সামলাতে পেরে, ধড়াম করে বিছানায় পড়ে গেলাম... আমি বোধ করলাম যে এক অদৃশ্য শক্তি যেন আমাকে যত্ন করে চিত করে শুইয়ে দিল... আমার দুই হাত দেহের দুই ধারে ছড়িয়ে দিল... আমার পা দুটি আসতে আসতে ফাঁক করে আবার আমার সারা দেহে আদরের বন্যা বইয়ে দিতে লাগল... আমি নিজের হাত পা নাড়াতে পারছিলাম না...আমার ভয়ের সাথে সাথে যেন মনের ভিতরে একটা কামাগ্নি জ্বলতে লাগল... আমি যেন নিজের আবেগ আর সামলাতে পারছিলাম না... আমার দেহের থেকে ঘাম ঝরতে লাগল... আমার নিশ্বাস ভারি আর দীর্ঘ হতে আরম্ভ হতে লাগল... যে অদৃশ্য শক্তি আমার উপরে চড়াও হয়েছিল সে যেন আমার শারীরিক আর মানসিক অবস্থা বুঝতে পারে... আমি অনুভব করলাম যে আমার কামনায় তৈলাক্ত হয়ে উঠা যৌনাঙ্গের ভিতরে আসতে আসতে প্রবেশ করছে যেন একটা আঙুল... “আ...আ... আঃ”, আমার গলার থেকে একটা চাপা শ্বর বেরুল... আর সেই আঙ্গুলের ডগা গিয়ে সোজা গিয়ে আমার ভগাঙ্কুর স্পর্শ করল... আমি একবার উত্তেজনায় কেঁপে উঠলাম... আর তার পরে সেই আঙুল যেন আমার ভগাঙ্কুর স্পন্দিত করে মৈথুন করতে লাগল..., “হ্যাঁ... এই তোচাই... তোর এটা অনেক আগে করে ফেলা উচিত ছিল...”, আমি আবার সেই চাপা শ্বর শুনতে পারলাম, “এবারে আমার সাথে সাথে বল... বল রি ঝিল্লী (অল্পবয়েসি কাম্য মেয়ে)... ‘ওআরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’ বল!... বল!... মুখ ফুটে বল?!”

আমি নড়তে চড়তে পারছিলাম না... তবে আমি ফিস ফিস করে বলতেআরম্ভ করলাম, “ও... আরাহু... টোকু... ওয়াকাটি... আঁধার... মাহা...”

“হ্যাঁ... বলতে থাক... ‘ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’”, সেই অদৃশ্য শ্বর যেন আমাকে প্রোৎসাহন দিতে দিতে আর তার আঙুল আমার ভগাঙ্কুরকে স্পন্দিত করতে করতে বলতে লাগল...

- “ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...”, আমিও বারং বার এই কথা উচ্চারণ করতে লাগলাম...

অদৃশ্য আঙ্গুলের মৈথুন গতি বাড়তে লাগল... আমিও আদেশানুসারে বারং বার বলতে চলেছিলাম ‘ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’ ... আমার হাঁসফাসাঁনি বেড়ে চলেছিল... এক চরম তুঙ্গে উঠে চলেছিল আমার -‘ও আরাহু... টোকুওয়াকাটি আঁধার মাহা...’ -ছন্দ আর আমার পুরো অসতীত্ব যেন কামনার উত্তাল সমুদ্রের একটা ঝড়ের মাঝে বয়ে চলেছিল... আমি থাকতে না পেরে নিজের কোমর উঁচিয়ে দিয়েছিলাম জানিনা কেন এই মেহন লীলা আমার তখন খুব ভাল লাগছিল... অবশেষে আমি যেন প্রায় চিৎকার করেউঠলাম, ‘ও আরাহু... টোকুউউউউ... ওয়াকাটি আঁধার... মাহাআআআআআআআআ...’ আমার শারা শরীর কেঁপে উঠল... এটা একটি চরম অভিজ্ঞতা... মনে হল যেন আমার কামনার সমুদ্রে একটা শ্বাসতির আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল... আর আমার যৌনাঙ্গের ভিতরে ঢুকে থাকা সেই আঙুল আসতে আসতে যেন বেরিয়ে গেল... আমি নেতিয়ে পড়ার আগে এবারে যেন দেখতে পেলাম একটা বৃদ্ধ মহিলার অবয়ব আমার উপরে ঝুঁকে আছে আর আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখ... সে যেনআবার সেই চাপা স্বরে বলে উঠল, “আঁধারী, এটা তোর অনেক আগে করে ফেলা উচিত ছিল... এটা ছিল

শান্তি- ধন্যবাদ মন্ত্র
ও আরাহু টোকু ওয়াকাটি আঁধার মাহা

যেটা তুই করলি অথবা আমি তোকে দিয়ে করালাম… সেটা ছিল ওই শান্তি ধন্যবাদ মন্ত্র পূরণ করার ক্রিয়া... তোর মত প্রাচীন গুপ্তবিদ্যার সাধিকাকে কি এই জিনিসটা নিজের ইচ্ছা পূরণ হবার পরে এটা হয়। তুই এটা করিস নি... তাই তোর এত দুর্গতি... তুই তাড়াহুড়ো করে বইটা পড়েছিলি এটাই তোর ভুল হয়েছে... তোকে ধুমিয়া গ্রাম যেতে হবে... এখন অনেক ধাপ বাকি...”, তারপরে সব যেন আসতে আসতে মিলিয়ে গেল...

কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটেছিল তা আমি কিছুই বুঝতে পারছিলাম না... একটা অদ্ভুত আছন্নতায় আমি ডুবে ছিলাম ... তবে আমার দুই পায়ের মাঝখানের অংশটি আর যৌনাঙ্গ তখনও খানিকটা ব্যাথা- ব্যাথা ও সুড়সুড় করছিল, তাই আমি আমার দুই পায়ে মাঝখানে একটা বালিশ গুঁজে ঘুমের কোলে তলিয়ে পড়লাম।

Sandhya-Sleeping.jpg

***

আমি নির্ঘাত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমার যখন চোখ খোলে...আমি অর্ধ চেতন অবস্থায় দেখি যে আমার ডিজিটাল ঘড়িতে যেন আবার দেখাচ্ছে D:RE-AM...

আমি কি স্বপ্ন দেখছিলাম? আসতে আসতে ঘুম আর নেশার তন্দ্রা কাটতে লাগল... না মনে হয় যা ঘটেছে সেটা সত্য... কারণ আমি এখনো সম্পূর্ণ উলঙ্গ... তা ছাড়া যৌনাঙ্গে একটু ব্যথা ব্যথা করছে... পরক্ষণেই বাইরের ঘরের থেকে একটা পরিচিত স্বর কানে ভেসে এলো...

“চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ”, বাদামী এসে গেছে...

এবারে ওকে দেখে আমার কেমন যেন একটা আতঙ্ক হতে লাগল, কারণ আমাই নিশ্চিত ছিলাম যে “প্রাচীন গুপ্ত বিদ্যা” তে লেখা প্রয়োগ গুলির সাথে ওর একটা অটুট যোগাযোগ আছে।

আমি কোন রকমে উই অবস্থায়েই উঠে, কোন রকমে গিয়ে দেখি যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পরেছে, মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে... তারই মধ্যে শোঁ-শোঁ করে বইছে হিমেল ঠাণ্ডা হাওয়া... খোলা জানলা দিয়ে কখন যে বাদামী প্যাঁচা উড়ে এসে আমার টেবিলে এসে বসেছে আমি জানি না, ওর পায়ের কাছেই রয়েছে আমার মোবাইল...

আমি যদি বলি – যে আর একটু আগেই আমাকে ধর্ষণ করা হয়েছে সেটাও ভুল হবে না... তবে কি এইসব ঘটনা একই সূত্রে যুক্ত? বাদামী কথা বলতে পারে না, কিন্তু হুলা মাসী কই? আমার মনে মনে বলার সঙ্গে সঙ্গেই ভাইব্রেট (কম্পন) মোডে রাখা আমার মোবাইল ঘঁঘঁ...ঘঁঘঁ...ঘঁঘঁ...ঘঁঘঁ... করে উঠল, মানে কেউ আমাকে একটা মিস্ড কল দিয়েছে...আমি কাছে গিয়ে দেখি একটা অজানা নম্বর থেকে প্রায় ২০ টা মিস্ড কল। আমি কল ব্যাক করবকিনা ভাবছিলাম, কিন্তু বাদামী আমার একই দোনোমনায় সাহায্য করল, “চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-”, বাদামী বোধ হয় আমার মানসিক অবস্থা বোঝে... আমি সেই অজানা নম্বরে ফোন করলাম আর শুনতে পেলাম এক অতি পরিচিত শ্বর... হুলা মাসী।

“হ্যালো, হুলা মাসী?... তুমি এত দিন কথায় ছিলে?”

“বাড়িতে আমাদের বড় মা অসুস্থ হয়ে পড়ে ছিলেন... তাই হটাত করে গ্রামে যেতে হল... তবে উনি এখন আর নেই”

“আমার তোমার সাথে অনেক কথা আছে, মাসী...”, আমি ব্যাকুলতা আরনিজের মানসিক আবেগ চাপতে চাপতে বলে উঠলাম...

“আমি জানি, আমি জানি...”, হুলা মাসীর স্বর যেন একেবারে ধীরআর শান্ত, “তুই কি এখন আমার সাথে দেখা করতে পারবি?”

আমি ঘড়ি দেখলাম, তখন বাজে প্রায় সকাল পৌনে পাঁচটা, তবে বাইরেমুশল ধারে বৃষ্টি পড়ছে আর জোর হাওয়া দিচ্ছে... কিন্তু আমি বললাম, “ঠিক আছে... তবে কথায়?”
“সেন্ট্রাল ষ্টেশনে... পারলে একটু তাড়াতাড়ি করিস আর আমার দেওয়া বইটাও নিয়ে আসিস...”

“আচ্ছা...”

আমি নিজের ব্রা- প্যান্টি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম, আগে আমার চুল কুনই অবধি ছিল এখন পাছার নীচ অবধি লম্বা, এখন আগেকার মত চুল না বেঁধে বেরুন যাবে না- লোকে চেয়ে চেয়ে দেখবে- এখন বিনুনি করার সময় নেই, তাই যা হোক মা হোক করে চুলে একটা খোঁপা বেঁধে তাতে দুই তিনটে ববি পিন লাগিয়ে, তাড়াতাড়ি করে একটা জিন্স আর কামিজ পরে নিলাম- কামিজটা মনে হয়ে একটু টাইট লাগছিল, মনে মনে ভাবলাম যে বুকের সাইজটা আরও বেড়েছে নাকি? না... এটা সেই পুরাণ সালওয়ার, বোধহয় ছোট হয়ে গেছে... বাড়িতে তালা দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছিলাম হুলা মাসী আমাকে ষ্টেশনে ডাকছে কেন? আমাকে কথায় নিয়ে যাবে নাকি? ইশ! প্রতিটি পদক্ষেপে বুকজোড়া এত দুলছে কেন? ওড়না নিয়িনি... ব্রা পরা স্বত্বেও বুকের বোঁটা গুলি ফুটে উঠেছে... ও মা কি করব? একটু আগেই ত আমার সঙ্গে না জানে কি হয়েছে... এটা কি সেই যৌন উষ্ণতার কারণ?... না কি আরও মোটা হয়ে গেলাম?

একটা প্লাস্টিকের প্রাচীন গুপ্ত বিদ্যার বইটা নিয়ে সেটা একটা ব্যাগে পুরে; ছাতা মাথায় দিয়ে আমি রাস্তায় দেখছিলাম যে বাস অথবা ট্যাক্সি পাওয়া জায়ে কিনা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ট্যাক্সি এসে ঠিক আমার সামনে দাঁড়াল, আমি বললাম, “সেন্ট্রাল ষ্টেশন যাব...”

ট্যাক্সিওয়ালা আমার বুকের দিকে তাকিয়ে বলল, “চালিয়ে...”

কি আর করা যাবে, আমি মেয়ে রূপ আছে, যৌবন আছে আর হ্যাঁ নধর সুডৌল স্তন জোড়া আর মাংসল পাছা আর এখন পাছার নীচ অবধি লম্বা ঘন রেশমি চুল আছে।

ক্রমশঃ
 
  • Like
Reactions: Raj Yadav

Raj Yadav

No Nude AVs allowed
546
444
79
অধ্যায় ৬

ঐ স্বরে কেমন যেন একটা সম্মোহিত করে দেওয়ার মত প্রভাব ছিল,আমি আধা ভয় আধা আচ্ছন্নে কোন রকমে উঠে টলতে টলতে উঠে... নিজের নাইটি খুলে দিলাম তারপরে কোন রকমে নিজের ভারসাম্য সামলাতে সামলাতে নিজের প্যান্টি খুলে একবারে উলঙ্গ হয়ে গেলাম... এবারে টাল না সামলাতে পেরে, ধড়াম করে বিছানায় পড়ে গেলাম... আমি বোধ করলাম যে এক অদৃশ্য শক্তি যেন আমাকে যত্ন করে চিত করে শুইয়ে দিল... আমার দুই হাত দেহের দুই ধারে ছড়িয়ে দিল... আমার পা দুটি আসতে আসতে ফাঁক করে আবার আমার সারা দেহে আদরের বন্যা বইয়ে দিতে লাগল... আমি নিজের হাত পা নাড়াতে পারছিলাম না...আমার ভয়ের সাথে সাথে যেন মনের ভিতরে একটা কামাগ্নি জ্বলতে লাগল... আমি যেন নিজের আবেগ আর সামলাতে পারছিলাম না... আমার দেহের থেকে ঘাম ঝরতে লাগল... আমার নিশ্বাস ভারি আর দীর্ঘ হতে আরম্ভ হতে লাগল... যে অদৃশ্য শক্তি আমার উপরে চড়াও হয়েছিল সে যেন আমার শারীরিক আর মানসিক অবস্থা বুঝতে পারে... আমি অনুভব করলাম যে আমার কামনায় তৈলাক্ত হয়ে উঠা যৌনাঙ্গের ভিতরে আসতে আসতে প্রবেশ করছে যেন একটা আঙুল... “আ...আ... আঃ”, আমার গলার থেকে একটা চাপা শ্বর বেরুল... আর সেই আঙ্গুলের ডগা গিয়ে সোজা গিয়ে আমার ভগাঙ্কুর স্পর্শ করল... আমি একবার উত্তেজনায় কেঁপে উঠলাম... আর তার পরে সেই আঙুল যেন আমার ভগাঙ্কুর স্পন্দিত করে মৈথুন করতে লাগল..., “হ্যাঁ... এই তোচাই... তোর এটা অনেক আগে করে ফেলা উচিত ছিল...”, আমি আবার সেই চাপা শ্বর শুনতে পারলাম, “এবারে আমার সাথে সাথে বল... বল রি ঝিল্লী (অল্পবয়েসি কাম্য মেয়ে)... ‘ওআরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’ বল!... বল!... মুখ ফুটে বল?!”

আমি নড়তে চড়তে পারছিলাম না... তবে আমি ফিস ফিস করে বলতেআরম্ভ করলাম, “ও... আরাহু... টোকু... ওয়াকাটি... আঁধার... মাহা...”

“হ্যাঁ... বলতে থাক... ‘ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’”, সেই অদৃশ্য শ্বর যেন আমাকে প্রোৎসাহন দিতে দিতে আর তার আঙুল আমার ভগাঙ্কুরকে স্পন্দিত করতে করতে বলতে লাগল...

- “ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...”, আমিও বারং বার এই কথা উচ্চারণ করতে লাগলাম...

অদৃশ্য আঙ্গুলের মৈথুন গতি বাড়তে লাগল... আমিও আদেশানুসারে বারং বার বলতে চলেছিলাম ‘ও আরাহু... টোকু ওয়াকাটি আঁধার মাহা...’ ... আমার হাঁসফাসাঁনি বেড়ে চলেছিল... এক চরম তুঙ্গে উঠে চলেছিল আমার -‘ও আরাহু... টোকুওয়াকাটি আঁধার মাহা...’ -ছন্দ আর আমার পুরো অসতীত্ব যেন কামনার উত্তাল সমুদ্রের একটা ঝড়ের মাঝে বয়ে চলেছিল... আমি থাকতে না পেরে নিজের কোমর উঁচিয়ে দিয়েছিলাম জানিনা কেন এই মেহন লীলা আমার তখন খুব ভাল লাগছিল... অবশেষে আমি যেন প্রায় চিৎকার করেউঠলাম, ‘ও আরাহু... টোকুউউউউ... ওয়াকাটি আঁধার... মাহাআআআআআআআআ...’ আমার শারা শরীর কেঁপে উঠল... এটা একটি চরম অভিজ্ঞতা... মনে হল যেন আমার কামনার সমুদ্রে একটা শ্বাসতির আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল... আর আমার যৌনাঙ্গের ভিতরে ঢুকে থাকা সেই আঙুল আসতে আসতে যেন বেরিয়ে গেল... আমি নেতিয়ে পড়ার আগে এবারে যেন দেখতে পেলাম একটা বৃদ্ধ মহিলার অবয়ব আমার উপরে ঝুঁকে আছে আর আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখ... সে যেনআবার সেই চাপা স্বরে বলে উঠল, “আঁধারী, এটা তোর অনেক আগে করে ফেলা উচিত ছিল... এটা ছিল

শান্তি- ধন্যবাদ মন্ত্র
ও আরাহু টোকু ওয়াকাটি আঁধার মাহা

যেটা তুই করলি অথবা আমি তোকে দিয়ে করালাম… সেটা ছিল ওই শান্তি ধন্যবাদ মন্ত্র পূরণ করার ক্রিয়া... তোর মত প্রাচীন গুপ্তবিদ্যার সাধিকাকে কি এই জিনিসটা নিজের ইচ্ছা পূরণ হবার পরে এটা হয়। তুই এটা করিস নি... তাই তোর এত দুর্গতি... তুই তাড়াহুড়ো করে বইটা পড়েছিলি এটাই তোর ভুল হয়েছে... তোকে ধুমিয়া গ্রাম যেতে হবে... এখন অনেক ধাপ বাকি...”, তারপরে সব যেন আসতে আসতে মিলিয়ে গেল...

কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটেছিল তা আমি কিছুই বুঝতে পারছিলাম না... একটা অদ্ভুত আছন্নতায় আমি ডুবে ছিলাম ... তবে আমার দুই পায়ের মাঝখানের অংশটি আর যৌনাঙ্গ তখনও খানিকটা ব্যাথা- ব্যাথা ও সুড়সুড় করছিল, তাই আমি আমার দুই পায়ে মাঝখানে একটা বালিশ গুঁজে ঘুমের কোলে তলিয়ে পড়লাম।

Sandhya-Sleeping.jpg

***

আমি নির্ঘাত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমার যখন চোখ খোলে...আমি অর্ধ চেতন অবস্থায় দেখি যে আমার ডিজিটাল ঘড়িতে যেন আবার দেখাচ্ছে D:RE-AM...

আমি কি স্বপ্ন দেখছিলাম? আসতে আসতে ঘুম আর নেশার তন্দ্রা কাটতে লাগল... না মনে হয় যা ঘটেছে সেটা সত্য... কারণ আমি এখনো সম্পূর্ণ উলঙ্গ... তা ছাড়া যৌনাঙ্গে একটু ব্যথা ব্যথা করছে... পরক্ষণেই বাইরের ঘরের থেকে একটা পরিচিত স্বর কানে ভেসে এলো...

“চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ”, বাদামী এসে গেছে...

এবারে ওকে দেখে আমার কেমন যেন একটা আতঙ্ক হতে লাগল, কারণ আমাই নিশ্চিত ছিলাম যে “প্রাচীন গুপ্ত বিদ্যা” তে লেখা প্রয়োগ গুলির সাথে ওর একটা অটুট যোগাযোগ আছে।

আমি কোন রকমে উই অবস্থায়েই উঠে, কোন রকমে গিয়ে দেখি যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পরেছে, মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে... তারই মধ্যে শোঁ-শোঁ করে বইছে হিমেল ঠাণ্ডা হাওয়া... খোলা জানলা দিয়ে কখন যে বাদামী প্যাঁচা উড়ে এসে আমার টেবিলে এসে বসেছে আমি জানি না, ওর পায়ের কাছেই রয়েছে আমার মোবাইল...

আমি যদি বলি – যে আর একটু আগেই আমাকে ধর্ষণ করা হয়েছে সেটাও ভুল হবে না... তবে কি এইসব ঘটনা একই সূত্রে যুক্ত? বাদামী কথা বলতে পারে না, কিন্তু হুলা মাসী কই? আমার মনে মনে বলার সঙ্গে সঙ্গেই ভাইব্রেট (কম্পন) মোডে রাখা আমার মোবাইল ঘঁঘঁ...ঘঁঘঁ...ঘঁঘঁ...ঘঁঘঁ... করে উঠল, মানে কেউ আমাকে একটা মিস্ড কল দিয়েছে...আমি কাছে গিয়ে দেখি একটা অজানা নম্বর থেকে প্রায় ২০ টা মিস্ড কল। আমি কল ব্যাক করবকিনা ভাবছিলাম, কিন্তু বাদামী আমার একই দোনোমনায় সাহায্য করল, “চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-চ্যাঁ-”, বাদামী বোধ হয় আমার মানসিক অবস্থা বোঝে... আমি সেই অজানা নম্বরে ফোন করলাম আর শুনতে পেলাম এক অতি পরিচিত শ্বর... হুলা মাসী।

“হ্যালো, হুলা মাসী?... তুমি এত দিন কথায় ছিলে?”

“বাড়িতে আমাদের বড় মা অসুস্থ হয়ে পড়ে ছিলেন... তাই হটাত করে গ্রামে যেতে হল... তবে উনি এখন আর নেই”

“আমার তোমার সাথে অনেক কথা আছে, মাসী...”, আমি ব্যাকুলতা আরনিজের মানসিক আবেগ চাপতে চাপতে বলে উঠলাম...

“আমি জানি, আমি জানি...”, হুলা মাসীর স্বর যেন একেবারে ধীরআর শান্ত, “তুই কি এখন আমার সাথে দেখা করতে পারবি?”

আমি ঘড়ি দেখলাম, তখন বাজে প্রায় সকাল পৌনে পাঁচটা, তবে বাইরেমুশল ধারে বৃষ্টি পড়ছে আর জোর হাওয়া দিচ্ছে... কিন্তু আমি বললাম, “ঠিক আছে... তবে কথায়?”
“সেন্ট্রাল ষ্টেশনে... পারলে একটু তাড়াতাড়ি করিস আর আমার দেওয়া বইটাও নিয়ে আসিস...”

“আচ্ছা...”

আমি নিজের ব্রা- প্যান্টি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলাম, আগে আমার চুল কুনই অবধি ছিল এখন পাছার নীচ অবধি লম্বা, এখন আগেকার মত চুল না বেঁধে বেরুন যাবে না- লোকে চেয়ে চেয়ে দেখবে- এখন বিনুনি করার সময় নেই, তাই যা হোক মা হোক করে চুলে একটা খোঁপা বেঁধে তাতে দুই তিনটে ববি পিন লাগিয়ে, তাড়াতাড়ি করে একটা জিন্স আর কামিজ পরে নিলাম- কামিজটা মনে হয়ে একটু টাইট লাগছিল, মনে মনে ভাবলাম যে বুকের সাইজটা আরও বেড়েছে নাকি? না... এটা সেই পুরাণ সালওয়ার, বোধহয় ছোট হয়ে গেছে... বাড়িতে তালা দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছিলাম হুলা মাসী আমাকে ষ্টেশনে ডাকছে কেন? আমাকে কথায় নিয়ে যাবে নাকি? ইশ! প্রতিটি পদক্ষেপে বুকজোড়া এত দুলছে কেন? ওড়না নিয়িনি... ব্রা পরা স্বত্বেও বুকের বোঁটা গুলি ফুটে উঠেছে... ও মা কি করব? একটু আগেই ত আমার সঙ্গে না জানে কি হয়েছে... এটা কি সেই যৌন উষ্ণতার কারণ?... না কি আরও মোটা হয়ে গেলাম?

একটা প্লাস্টিকের প্রাচীন গুপ্ত বিদ্যার বইটা নিয়ে সেটা একটা ব্যাগে পুরে; ছাতা মাথায় দিয়ে আমি রাস্তায় দেখছিলাম যে বাস অথবা ট্যাক্সি পাওয়া জায়ে কিনা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ট্যাক্সি এসে ঠিক আমার সামনে দাঁড়াল, আমি বললাম, “সেন্ট্রাল ষ্টেশন যাব...”

ট্যাক্সিওয়ালা আমার বুকের দিকে তাকিয়ে বলল, “চালিয়ে...”

কি আর করা যাবে, আমি মেয়ে রূপ আছে, যৌবন আছে আর হ্যাঁ নধর সুডৌল স্তন জোড়া আর মাংসল পাছা আর এখন পাছার নীচ অবধি লম্বা ঘন রেশমি চুল আছে।

ক্রমশঃ
reply in inbox
 

naag.champa

Active Member
674
1,879
139
অধ্যায় ৭


সেন্ট্রাল ষ্টেশনে পৌঁছেই আমি হুলা মাসীকে দেখতে পেলাম। সে টিকিট কাউন্টারের কাছেই দাঁড়িয়ে ছিল, আমাকে দেখেই ওর মুখে একটা পরিচিতির হাঁসি ফুটল। আমিও থাকতে না পেরে প্রায় ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আসে পাশের লোকে বিশেষ পাত্তা দিল না, কারণ ষ্টেশনে এই দৃশ্য দেখা বেশ সাধারণ। হুলা মাসী আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে হাত বোলাতে বোলাতে আমাকে সান্ত্বনা দিতে লাগল...আমি হুলা মাসীকে নিজের দুটি তুক সফল হবার কথা জানালাম আর জানালাম আমার দুর্গতির কথাও। আমার অফিসে ঝগড়া ঝাঁটির কথা... আমার নিলম্বিত হয়ে যাবার কথা আর বললাম রাতে সেই অলৌকিক যৌন অভিজ্ঞতার কথা...

আমার তখন মনে হল যে হুলা মাসী যেন জানতেন যে আমার সাথে কি কি হয়েছে... আমাকে সান্ত্বনা দিতে দিতে তিনি বললেন, “চিন্তা করিস না... আমি বুঝতে পারছি যে তোর উপর দিয়ে কি যাচ্ছে... সব ঠিক হয়ে যাবে... তাই আজ আমি ছুটে তোর কাছে চলে এলাম... কিন্তু তোকে একটা কাজ করতে হবে রি সন্ধ্যা... তোকে আমার সাথে আমদের ধুমিয়া গ্রামে যেতে হবে কয়েক দিনের জন্য... আজই এবং এখনই আমাদের রওনা দিতে হবে...”

“কয়েক দিনের জন্য তোমাদের গ্রামে? ধুমিয়া? সে ত বেশ দূর, এখান থেকে প্রায় তিন ঘণ্টার রাস্তা, কিন্তু কেন... তা ছাড়া আমি নিজের সঙ্গে কোন কাপড় জামাও আনি নি...”

“জামা কাপড়ের চিন্তা করিস না... আমাদের বাড়িতে শাড়ী পরতে আর থাকতে পারবি... পেনি (ব্রা) জাঙ্গিয়া পরতে হবে না... তাছাড়া সব কথা এখানে বলা যাবেনা... তুই বরঞ্চ ধুমিয়া যাবার দুইটি টিকিট কেটে ফেল... আমরা পরের ট্রেনেই রওনাদেব... আমাদের গ্রামের বাড়িতে এখন আমাদের মেজ' মা আছেন আমি ওনার কাছেই তোকে নিয়ে যাচ্ছি...চিন্তা করিস না... সব ঠিক হয়ে যাবে...”

এখন আমি কি করি, এদানিং ঘটা ঘটনা গুলি যেন আমার ভাবনা-চিন্তা- আর ধারণা শক্তির একেবারে বাইরে...আমি ভাবতে লাগলাম... মা বাবা কে না বলে আমি বাড়ির এত দূরে আজ পর্যন্ত কোন দিন কথাও যাই নি- তবে মা বাবা কে না জিজ্ঞেস করেই ত আমি দুইটি তুক করেছি আর প্রায় সফলও হয়েছি... আমার বাড়িওয়ালা- যে নাকি এখন আমার বাবার বন্ধু হয়ে গেছে, সে আমার অভিভাবকের মত প্রায়... সেও জানে না যে আমি এখন ধুমিয়া গ্রাম যাবার মনস্থির করছি... কিন্তু, বাড়িওয়ালা সাথে আমার বিশেষ কথা বার্তাও হয়ে না। আমি ঠিক সময় ভাড়া আর ইলেকট্রিক বিল দিতে থাকি... তাই সেও আমাকে নিয়ে অথবা বাড়ির ভাড়া নিয়ে বিশেষ মাথা ঘামায় না... আমাদের মাসে একবার কি দুই বারই কথা হয়... তাও বেশির ভাগ ফোনে। কারণ আমি বাড়ি ভারাটা ওর অ্যাকাউন্টে অন লাইন ট্রান্সফার করে দি... আমি টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব ভাবতে ভাবতে ঠিক করলাম যে, না- যাই হোক না কেন আমি কাউকে না জানিয়েই ধুমিয়া গ্রাম যাব...

টিকিট কেটে নিয়ে আসার পরে, হুলা মাসী একবার আমার খোঁপা হাতেধরে বলল, “বাঃ... তোর খোঁপাটা এখন বেশ গোটা গোটা হয়েছে... বাড়ি গিয়ে চুল এলো করেদিস... দেখব কেমন তুই তোর চুল বাড়িয়েছিস... এই নে, আমাদের বাড়িতে পুজো হয়ে ছিল...একটু হালুয়া আর একটু জল খা... আমি তোর জন্য আমাদের পেঁড়াও এনেছি... আমি জানি যেতুই সকাল থেকে কিছুই খাস নি...”

সে দিন জানি না কেন ট্রেনে মহিলা কামরায় বেশি ভিড় ছিল না।তা ছাড়া বৃষ্টি আর ঝড়ের জন্য বোধ হয় ট্রেনটা থেমে থেমে চল ছিল। আমার মাথাটা যেন একটু ঘুরছিল আর আমার বেশ ঘুম ঘুম পাচ্ছিল, হুলা মাসী বোধ হয় সেটা বুঝতে পেরে ছিল, আর ওর অনুরোধে আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম... ও এক হাতে আমার আমার কপালে হাত বোলাতে আরম্ভ করলে আর ওর দ্বিতীয় হাত আমার বুকে চলে গেল... আমার স্তন যুগলে বেশ আদরের সঙ্গে হাত বুলিয়ে টিপে টিপে দিতে লাগল আর দুই একবার আমার নিতম্বেও হাত বুলিয়ে দেখলেন।

আমি একটু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, “এ কি করছ, হুলা মাসী?”

হুলা মাসী বলে উঠলেন, “আগের তুলনায় তোর গায়ে একটু মাংসও লেগেছে... বেশ ভাল, তাই একটু দেখছি, কিন্তু বেরুবোর আগে একটা ওড়না নিয়ে এলে পারতিস... গ্রামের পরিবেশে মেয়েদের বুক ঢেকে রাখতে হয়... তা যাই হোক... দেখি ট্রেনে যদি কোন ফেরিওয়ালা ওঠে, ওর কাছ থেকে একটা গামছা কিনে নেব... তোর ডাঁশা মাই জোড়া ঢাকার জন্য...”

হ্যাঁ, আগের থেকে আমার ওজন একটু বেড়েছে... প্রতি শনি রবিবার বিয়ার খাবার ফলে... তবে এখন আমি ভীষণ ক্লান্ত বোধ করছিলাম আর জানি না কেন হুলা মাসীকে কাছে পেয়ে যেন একটু মনে শান্তিও পেয়ে ছিলাম- আর বিশেষ মাথা না ঘামিয়ে, আমি যে কক্ষন ঘুমিয়ে পড়লাম মনে নেই...

***

আমার মনে হল যেন কেউ আমাকে ঘুম থেকে উঠবার জন্যে আমাকে নাড়াদিচ্ছে, হ্যাঁ, ঠিক তাই হুলা মাসী আমাকে ঘুম থেকে উঠাবার চেষ্টা করছিল, ওর আদরের সঙ্গে আমার মাথায় নিজের বাঁ হাত বলাচ্ছিল আর ওর আর ওর ডান হাত আমার একটা স্তনের ওপরেই ছিল... আমি ধীরে ধীরে চোখ মেললাম, হুলা মাসী আমার কপালে একটা চুমু খেয়ে বলল, “তুই সারা রাস্তা একবারে একটা শিশুর মত ঘুমিয়ে ছিলি...”

আমি মৃদু হেঁসে উঠে বসতে গিয়ে বোধ করলাম যে আমার বুক একটা গামছায় ঢাকা। হুলা মাসী নিজের কথা মত একটা গামছা কিনে আমার বুক ঢেকে দিয়েছিল...ট্রেনের কামরায় আরও মহিলারা ছিলেন এখন... ওরা বোধহয় যাত্রা কালীন এই কামরায় উঠেছে... তা স্বত্বেও অনেক গুলি সীট খালি ছিল।

আমার ঘুমের তন্দ্রা তখনও কাটেনি, কি হুলা মাসী বলে উঠল, “ধুমিয়া এসে গেল প্রায়... এই নে ঝিল্লী তুই যে পেঁড়াটা খাস নি... নে তোর নাম করে এনে ছিলাম এবারে খেয়ে নে...”, বলে হুলা মাসী নিজে হাতে কি যেন বিড় বিড় করতে করতে আমাকে একটা পেঁড়া খাওয়াল।

আমি পেঁড়া আর একটু জল খেলাম... আবার জানি না কেন আমার মনে হল যে আমার মাথা যেন একটু ঘুরে গেল... এটা বোধ হয় গত কালের নেশার ফল...

ট্রেন থামার পরে নামবার সময়ও যেন আমি একটু টলে- টলে যাচ্ছিলাম, তাই হুলা মাসী আমার কমর জড়িয়ে ধরে আসতে আসতে আমাকে ট্রেন থেকে নামাল, আর আমাকে ঠিক করে গামছাটা একটা শালের মত জড়িয়ে পরতে বলল। ট্রেনে ওর কোলে মাথা রেখে শোয়ার কারণে আমার খোঁপাটা একটু যেন ঢিলা হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু দুই তিনটে ববি পিন লাগন ছিল বলে খুলে জায়ে নি, কিন্তু আমার এক গুচ্ছ চুলে আমার একটা কান ঢেকে গিয়েছিল, হুলা মাসী নিজের আঙুল দিয়ে আমার কানের উপর থেকে আমার চুল সরিয়ে আমার কানে ফিস ফিস করে বললেন, “ইস! আমার আর তর সইছেনা... বাড়ি গিয়ে তোকে আমি এলো চুলে দেখতে চাই, আচ্ছা শোন... আমাদের মেজ' মা, প্রাচীন গুপ্ত বিদ্যার খুববড় সাধিকা... আমি ওনার কাছেই তোকে নিয়ে যাচ্ছি... তবে ওনাকে তুই খুব শিষ্টাচারের সাথে এবং সংস্কার পূর্ণ ভাবে প্রণাম করবি... আমি বলে দিচ্ছি কি ভাবে...”

আমি তখনও যেন একটা আচ্ছন্নে ছিলাম আর কেন জানি না আমার মনে ফুটে উঠল সেই বৃদ্ধ মহিলার অবয়ব আর তার ফিস ফিস করে বলা, “আঁধারী... এবারে তোকে যোগদান দিতে হবে...”

ষ্টেশন থেকে বেরিয়ে হুলা মাসী একটা রিক্সাওয়ালাকে ডেকে বলল যে আমারা শ্যাওড়া তলা যাব... রিক্সাওয়ালা যেন একটু অবাক হয়ে বলল, “সে কি গো মাসীমা! এই মেয়ে নিয়ে তুমি শ্যাওড়া তলা যাবে গা?...”

“তাতে কি হয়েছে?” হুলা মাসী যেন রিক্সাওয়ালার কথা কেটে বলে উঠল, “ঝিল্লীর (অল্প বয়েসি কাম্য মেয়ে) সঙ্গে আমি ত আছি, তাহলে ভয় কিসের?”

আমি মনে মনে ভাবলাম, শ্যাওড়া তলায় এমন কি আছে?

ক্রমশঃ
 
Top